Home / মিডিয়া নিউজ / ‘সবাই আমাকে কেন এতো ভালোবাসে’, জন্মদিনে সজল

‘সবাই আমাকে কেন এতো ভালোবাসে’, জন্মদিনে সজল

মুখের হাসি তার কখনও ফুরায় না। সবসময় থাকেন শীতল মেজাজে। এক যুগেরও বেশি সময় ধরে তিনি দাপিয়ে অভিনয় করে যাচ্ছেন। তিনি দর্শকপ্রিয় আব্দুন নূর সজল। ভক্তদের কাছে তিনি শুধু ‘সজল’ নামেই পরিচিত।

ছোটপর্দার ‘মোস্ট এলিজেবল ব্যাচেলর’ এ অভিনেতার জন্মদিন রোববার (২০ ফেব্রুয়ারি)।

ঘড়ির কাটা বারোটা ছোঁয়ার আগে থেকেই বন্ধু-বান্ধব, সহকর্মী এবং ভক্ত অনুরাগীদের কাছ থেকে শুভেচ্ছা ও ভালোবাসায় সিক্ত হচ্ছেন সজল। দিনটিতে বিশেষ কোন পরিকল্পনা না থাকলেও জন্মদিনে শুটিং করছেন ঢাকার অদূরে নরসিংদীতে।

চ্যানেল আই অনলাইনকে সজল জানান, আজকে জন্মদিন হলেও জন্মদিন পালন করা শুরু হয়েছে গতকাল থেকেই।

তিনি বলেন, মাবরুর রশীদ বান্নাহ এর একটি নাটকের শুটিং করছি নরসিংদীতে। জন্মদিনের শুরুটা হয় পায়েস খেয়ে। আমার সহশিল্পীরা আমার জন্য অনেক কিছু নিয়ে এসেছেন আর টিম থেকে তো ছিলই। এরপর বাসায় ফিরে পরিবারের সঙ্গে রাতে কেক কাটা সবই হয়েছে। সবাই ফোন দিচ্ছেন, উইশ করছেন; অনেক বেশি ভালো লাগছে।

সজল বলেন, আমি মাঝেমধ্যে চিন্তা করি, সবাই আমাকে কেন এতো ভালোবাসে? এত ভালোবাসার মত কী করেছি, আমি জানি না, তারপরও সবার কাছ থেকে যে পরিমাণ ভালোবাসা পেয়েছি এবং পাই সেটা অতুলনীয়।

ছেলেবেলার জন্মদিনের স্মৃতি প্রসঙ্গে সজল বলেন, আমি যখন ছোট ছিলাম তখন আমার জন্মদিনকে ঘিরে অনেক আয়োজন হতো। আমরা তো তিন ভাই-বোন, আমার ভাই-বোন দেশের বাইরে থাকে অনেকদিন। এছাড়া আমার অনেক কাজিন রয়েছে।

‘সবাই মিলে একসঙ্গে আমারদের বাসার ছাদে কত মজা করতাম, সেসব দিনগুলো এখন খুব মিস করি। ভাই-বোন দেশের বাইরে আর অন্যান্য কাজিনদের সবাই যার যার জায়গা থেকে ব্যস্ত। তবে অনেক সময় আমার জন্মদিনকে ঘিরে সবাই এক হতাম। অনেক আনন্দ লাগতো।’

Check Also

আবারও ডি এ তায়েবের নায়িকা মাহি

নতুন আরও একটি সিনেমায় কাজ করতে যাচ্ছেন ঢালিউডের জনপ্রিয় নায়িকা মাহিয়া মাহি। সেই সিনেমার নাম …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *