Home / মিডিয়া নিউজ / ‘ভরসা রাখুন সাকিবে, মান সম্মান থাকিবে’

‘ভরসা রাখুন সাকিবে, মান সম্মান থাকিবে’

বিশ্বকাপের দ্বাদশ আসরে সাকিব আল হাসানের দুর্দান্ত সেঞ্চুরির ওপর ভর করে বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজকে সাত উইকেটে হারিয়েছে। টাইগারদের এই জয়ে সোশ্যাল মিডিয়া ভেসে গেছে প্রশংসা ও শুভেচ্ছা বার্তায়। তারকারাও উচ্ছ্বাস প্রকাশ করেছেন।

অভিনেতা চঞ্চল চৌধুরী ফেসবুকে লিখেছেন, ‘বোঝো নাই ব্যাপারটা??? বাংলাদেশ….বাংলাদেশ….জিতেছি….জিতেছি….. বলছিলাম না….ভরসা রাখুন সাকিবে, মান সম্মান থাকিবে….লিটন দাস….সাব্বাস…..’

সিডনি থেকে ফেরার পথে বাংলাদেশের জয়ের খবর পেয়ে মোস্তফা সরয়ার ফারুকী লিখেছেন, ‘১৩ ঘণ্টা জার্নির পরে এর থেকে ভালো খবর আর কী হতে পারে! সাবাস বাংলাদেশ।’

মারিয়া নুর লিখেছেন, ‘সবসময়ের মতোই সাকিব তার স্টাইলের সঙ্গে জয় এনেছে। টুর্নামেন্টের সবচাইতে বেশি রান করে শীর্ষে আছে। ব্যাক টু ব্যাক সেঞ্চুরি করেছে ওয়ার্ল্ডকাপে। সাব্বাস। এবারের ওয়ার্ল্ড কাপে তিনি ম্যান অব দ্য টুর্নামেন্ট পাওয়ার যোগ্য। আর তার জন্য আমাদের সেমি ফাইনালে খেলা উচিত। অর্ধশতকের জন্য লিটন দাশকে অভিনন্দন।’

অভিনেতা সিয়াম আহমেদ একটি শব্দ লিখেই তার গভীর ভালোবাসা প্রকাশ করেছেন। ফেসবুকে তিনি লিখেছেন, ‘বাংলাদেশ।’

সুবর্ণা মুস্তাফা লিখেছেন, ‘বাংলাদেশ, বাংলাদেশ, বাংলাদেশ। হালুম।’

শাকিব খানের ফেসবুক পেজ থেকে লেখা হয়েছে, ‘অসাধারণ পারফর্মেন্স এর জন্য সাকিবকে অভিনন্দন। সামনে এগিয়ে যেতে হবে। টাইগারদের জন্য শুভকামনা।’

নির্মাতা চয়নিকা চৌধুরী লিখেছেন, ‘অভিনন্দন সাকিব আল হাসান, অভিনন্দন লিটন দাস। মুগ্ধ!’

নাট্য ব্যক্তিত্ব মাসুম রেজা লিখেছেন, ‘এত করে বললাম যে ওয়েস্ট ইন্ডিজরে ৪০০ রান করতে দে.. শুনলি না.. সাকিব ২০০ করতে পারতো.. লিটন সেঞ্চুরি.. সবচেয়ে বেশি রান চেইজ করার রেকর্ডটাও হতো.. কী আর বলবো..’

লুৎফর হাসান লিখেছেন, ‘এবার চ্যাম্পিয়ন বাংলাদেশ। স্ক্রিনশট নিয়ে রাখেন।’

অভিনেত্রী জাকিয়া বারী মম লিখেছেন, ‘মাশরাফি, সাকিব, লিটন। আজকের বাংলাদেশ। টাইগারদের অভিনন্দন।’

মেহের আফরোজ শাওন লিখেছেন, ‘মাশরাফি ক্যাপ্টেনসি পারেনা। এমপি হবার পর সব ভুলে গেছে। সাকিব খেলা পারে না। ও বেয়াদব। তাছাড়া ওর বউ পর্দা করে না। এই ধরনের কথাগুলো যারা টাইপ করেন তাদের জন্য একদলা ঘৃণাযুক্ত করুণা…’

অভিনেতা এবিএম সুমন লিখেছেন, ‘এইটা কোনো কথা! ওই আগামী ১০০ বছর খেলবিনানি আমাগের সাথি এরপর! বাংলাদেশ!’

Check Also

আবারও ডি এ তায়েবের নায়িকা মাহি

নতুন আরও একটি সিনেমায় কাজ করতে যাচ্ছেন ঢালিউডের জনপ্রিয় নায়িকা মাহিয়া মাহি। সেই সিনেমার নাম …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *