Home / মিডিয়া নিউজ / মুহূর্তেই পাল্টে গেলেন আমির!

মুহূর্তেই পাল্টে গেলেন আমির!

ভারতীয় সিনেমায় ‘মিস্টার পারফেকশনিস্ট’ হিসেবে পরিচিত আমির খান। কাজে কর্মে সব সময়ই তিনি পারফেক্ট। এবার মুহূর্তেই লুক পাল্টে ফেলে দিলেন আরো একটি চমক!

সম্প্রতি আমির তার টুইটার ও ফেসবুকে প্রায় কুড়ি সেকেন্ডের একটি ভিডিও শেয়ার করেছেন। যেখানে তাকে দেখা গেছে একেবারে সাধারণ আমির থেকে কীভাবে বুড়ো আমির হয়ে গেলেন!

মাথায় পাকা চুল। পাকা গোঁফ। চোখে চশমা। মুহূর্তেই বয়স বেড়ে আমির পরিণত হলেন সত্তর বছরের একজন অচেনা মানুষে। আর কীভাবে তা হল, সেটাই ভিডিওতে ধারণ করে শেয়ার করেছেন তিনি।

কিন্তু, হঠাৎ কেন লুক পরিবর্তন করলেন আমির খান? নতুন কোনো ছবির জন্য? ভারতীয় সংবাদ মাধ্যম বলছে, কোনো ছবির জন্য নয় একটি বিজ্ঞাপনে দেখা যাবে আমিরকে। যে লুকে দেখা যাবে সেটাই তিনি ভক্ত অনুরাগিদের দেখিয়েছেন।

Check Also

আবারও ডি এ তায়েবের নায়িকা মাহি

নতুন আরও একটি সিনেমায় কাজ করতে যাচ্ছেন ঢালিউডের জনপ্রিয় নায়িকা মাহিয়া মাহি। সেই সিনেমার নাম …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *