Home / মিডিয়া নিউজ / আসছেন নতুন শাকিব খান

আসছেন নতুন শাকিব খান

যৌথ প্রযোজনার ছবি ‘শিকারি’, ‘নবাব’-এ নতুন লুকে হাজির হয়ে ব্যাপকভাবে আলোচিত হয়েছেন ঢালিউড ‘খান সাহেব’ শাকিব খান। শুধু বাংলাদেশ নয়, কলকাতার দর্শকদের চোখ কপালে উঠেছিল শাকিব খানের উপস্থিতি দেখে। আগামী রোজার ঈদের ‘পাসওয়ার্ড’ ছবিতে জনপ্রিয় এই নায়কের উপস্থিতি নতুন করে আবার আলোচনার বিষয় হতে পারে।

কারণ, আবার দর্শক পেতে যাচ্ছেন নতুন শাকিব খানকে। এমনটা টের পাওয়া গেল এসকে ফিল্মের ব্যানারে নির্মিত ‘পাসওয়ার্ড’ ছবিতে শাকিবের লুকে! তবে অফিসিয়ালি কোনো পোস্টার কিংবা লুক প্রকাশ না হলেও সোশ্যাল মিডিয়ার সম্প্রতি শাকিব খান একটি স্থিরচিত্র পাওয়া গেল। সেখানে শাকিব খানের ডান হাতে দেখা গেল ট্যাটু আঁকা, মুখে খোঁচা খোঁচা দাড়ি, হেয়ার স্টাইলেও বেশ নতুনত্ব। শুধু তাই নয় শরীর কমিয়ে অনেকটাই ছিপছিপে গড়নে হাজির হচ্ছেন তিনি!

সোশ্যাল মিডিয়াতে শাকিব খানের এ ছবিটি রীতিমত ভাইরাল হয়েছে। হিরো দ্য সুপারস্টারের পর আবার ‘পাসওয়ার্ড’ ছবির ছবির মাধ্যমে লগ্নি করছেন শাকিব খান। তার সঙ্গে সহ-প্রযোজক এমডি ইকবাল। ‘পাসওয়ার্ড’ নির্মাণ করছেন সুপারহিট নির্মাতা মালেক আফসারী। ঈদুল ফিতরে মুক্তির লক্ষে পুরোদমে চলছে পাসওয়ার্ডের শুটিং।

‘পাসওয়ার্ড’ নিয়ে শাকিব খানের প্রত্যাশা অনেক। বড় বাজেটের এ ছবিটি নিয়ে তিনি বলেন, ‘পাসওয়ার্ড’-এর কাজ খুব ভালো হচ্ছে। জাস্ট পাগল করে দেবে সবাইকে। কলকাতার ছবি দেখে সবাই যেমন এক্সাইটেড হয়েছিল, ‘পাসওয়ার্ড’ কোনো অংশে কম নয়, বরং আরও বেশি উচ্ছ্বাসিত হবে দেখে। ২০১৯ সালের সিনেমা যেমন হওয়া উচিত ‘পাসওয়ার্ড’ তেমনই হচ্ছে।’

১ মার্চ থেকে শুরু হওয়া ‘পাসওয়ার্ড’ ছবিতে শাকিব খানের নায়িকা হালের আলোচিত শবনম বুবলী। আরও রয়েছেন ইমন, মিশা সওদাগর প্রমুখ।

Check Also

আবারও ডি এ তায়েবের নায়িকা মাহি

নতুন আরও একটি সিনেমায় কাজ করতে যাচ্ছেন ঢালিউডের জনপ্রিয় নায়িকা মাহিয়া মাহি। সেই সিনেমার নাম …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *