Home / মিডিয়া নিউজ / হাতজোড় করে সুযোগ চাইলেন মিমি

হাতজোড় করে সুযোগ চাইলেন মিমি

আসন্ন লোকসভা নির্বাচনে লড়ছেন টলিউড অভিনেত্রী মিমি চক্রবর্তী। তৃণমূলের হয়ে তিনি লড়বেন যাদবপুর থেকে। আর নির্বাচনের লড়াইয়ের টিকেট পেয়েই হোতজোড় করে সবার কাছে সুযোগ চাইলেন এই নায়িকা।

লোকসভা নির্বাচনে প্রার্থী হওয়া প্রসঙ্গে ভারতীয় গণমাধ্যমে দেওয়া সাক্ষাতকারে মিমি চক্রবর্তী বলেন, লোকসভার প্রার্থী হওয়ার খবরটি যখন পাই তখন আমার শুটিং চলছিল। খবরটি পেয়ে সেই সময় উত্তেজিত হয়ে কেঁদে ফেলেছিলাম। কিছুক্ষণের জন্য বিষয়টি বিশ্বাস করতে পারছিলাম না।

সবার কাছে সুযোগ চেয়ে এই অভিনেত্রী বলেন, হাতজোড় করে বলব এতদিন আশীর্বাদের হাত মাথায় ছিল। আমার কাজ ভালোবেসেছেন। সবাইকে বলব একটু বিশ্বাস রাখুন, পাশে থাকুন। একটা সুযোগ দিন।

মঙ্গলবার ৪২ জন প্রার্থীর নাম ঘোষণা করেছে পশ্চিমবঙ্গের তৃণমূল পার্টির নেত্রী মমতা ব্যানার্জী। অন্যান্য প্রার্থীদের মধ্যে মিমি চক্রবর্তী ছাড়াও শোবিজ থেকে আছেন মুনমুন সেন, দেব, নায়িকা নুসরাত জাহান ও শতাব্দী রায়।

১১ এপ্রিল পশ্চিমবঙ্গে প্রথমবারের মতো ৭ দফায় লোকসভা নির্বাচন অনুষ্ঠিত হবে। যার ফল পাওয়া যাবে ২৩ মে।

Check Also

আবারও ডি এ তায়েবের নায়িকা মাহি

নতুন আরও একটি সিনেমায় কাজ করতে যাচ্ছেন ঢালিউডের জনপ্রিয় নায়িকা মাহিয়া মাহি। সেই সিনেমার নাম …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *