Home / মিডিয়া নিউজ / নতুন জীবনে তিন্নি!

নতুন জীবনে তিন্নি!

মায়ের প্রযোজনায় নাটকের মাধ্যমে খবরের শিরোনাম হন অভিনেত্রী তিন্নি। দীর্ঘদিন পর কাজে

ফিরলেও সাংবাদিকদের মুখোমুখি হননি তিনি। অবশ্য তিন্নিকে নতুনভাবে পাওয়া গেল ফেসবুকে।

তিনি ২২টি ছবি পোস্ট করেছেন। এর মধ্যে আদনান হুদা সাদ নামে এক তরুণের সঙ্গে তুলেছেন অধিকাংশ ছবি। এ নিয়ে যত জল্পনা।

জানা গেছে, তিন্নি নতুন জীবনে ফেরার চেষ্টা করছেন। অভিনয়ে ফেরার জন্যও মুখিয়ে আছেন। শুভাকাঙ্ক্ষীরাও তার ফেরার প্রত্যাশায় আছেন।

কয়েকদিন আগে তিন্নির পোস্ট করা একটি ছবিতে ‘লাভ’ নিদর্শনও দেখা গেছে। তবে তার সঙ্গে তিন্নির কী সম্পর্ক তা অবশ্য জানা যায়নি।
ওই তরুণের সঙ্গে তোলা অন্তরঙ্গ ছবি নিয়ে ফেসবুকে ঝড় উঠেছে।

রাখঢাক না করে ছবিগুলো নিজের ফেসবুক অ্যাকাউন্টে পোস্ট করায় মিডিয়াপাড়া পাড়ায় চলছে কানাঘুষা। ছবির ক্যাপশনগুলো রোমান্টিকতায় ভরা।

অনেকেরই ধারনা, নতুন জীবনের পথে এগুচ্ছেন তিন্নি। ঘুরে ফিরে সেই প্রশ্নটা আবার মাথা চাড়া দিয়ে উঠেছে। নাকি বিয়ে করেই ফেলেছেন- এমনো সন্দেহ অনেকের।

উল্লেখ্য, অভিনেতা আদনান ফারুক হিল্লোলের সঙ্গে তার প্রথম বিয়ে হয়। তাদের ছাড়াছাড়ির পর আর সংসার বাঁধা হয়নি তিন্নির। ওয়ারিশা তাদেরই সন্তান। তবে প্রশ্ন থেকে যায়, কে সেই আদনান?

Check Also

আবারও ডি এ তায়েবের নায়িকা মাহি

নতুন আরও একটি সিনেমায় কাজ করতে যাচ্ছেন ঢালিউডের জনপ্রিয় নায়িকা মাহিয়া মাহি। সেই সিনেমার নাম …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *