





আজ থেকে বিএফডিসিতে শুরু হয়েছে নিউ ভিশন বিডির ব্যনারে ‘ও কন্যা তোমারে’ নামের নতুন






একটি গানের ভিডিওর দৃশ্যধারণের কাজ। আর এই ভিডিওতে মডেল হিসেবে আছেন যুবরাজ খ্যাত সংগীতশিল্পী আসিফ আকবর নিজে ও চিত্রনায়িকা শিরিন শিলা।






সৈকত নাসিরের পরিচালনায় ‘ও কন্যা তোমারে’ নামের নতুন গানটির ভিডিওতে রোমান্টিক একটি গল্প উপস্থাপন করা হচ্ছে। এর সুর ও সংগীত করেছেন তরুণ মুন্সী। গানটি গেয়েছেন আসিফ আকবর নিজেই। নতুন প্রজন্মের শ্রোতাদের সঙ্গে নিজেকে মানিয়ে এই শিল্পী অসংখ্য গানে কণ্ঠ দিয়ে জনপ্রিয়তা পেয়েছে। এছাড়া চলচ্চিত্রে প্লেব্যাক করেও পেয়েছেন জনপ্রিয়তা। বর্তমানে সংগীত প্রযোজনা প্রতিষ্ঠানগুলোও তাকে কেন্দ্র করে লগ্নি করছেন অর্থ।
প্রসঙ্গত, গানটির এই মিউজিক ভিডিওটি ঈদুল আজহায় নিউ ভিশন বিডির ইউটিউব চ্যানেলে প্রকাশ করা হবে বলে জানা গেছে।