Home / মিডিয়া নিউজ / ‘পৃথিবীর কোনো কিছুই চিরস্থায়ী নয়, আমাদের সমস্যাগুলোও না’

‘পৃথিবীর কোনো কিছুই চিরস্থায়ী নয়, আমাদের সমস্যাগুলোও না’

চার্লি চ্যাপলিনের ১৩০তম জন্মদিন মঙ্গলবার (১৬ এপ্রিল)। একটি শব্দও উচ্চারণ না করে দর্শককে হাসানোর এবং কাঁদানোর ক্ষমতা ছিল তার। ব্রিটিশ এই চলচ্চিত্র অভিনেতা পৃথিবী বিখ্যাত চলচ্চিত্র পরিচালকও বটে। অভিনয়ের পাশাপাশি তিনি কথাও বলেছেন গভীর ও মজার। জেনে নিন তার স্মরণীয় কিছু উক্তি:

১. আমি সবসময়ে বৃষ্টির মাঝে হাঁটতে পছন্দ করি, যেন কেউ আমার কান্না না দেখে।

২. মানুষের ঘৃণার পাত্র পরিবর্তন হবে, অত্যাচারীর মৃত্যু হবে এবং মানুষের থেকে কেড়ে নেয়া ক্ষমতা আবার মানুষের কাছেই ফিরে আসবে। যতদিন মানুষ বেঁচে আছে, ততদিন স্বাধীনতা নষ্ট হবে না।

৩. এই পৃথিবীর কোনো কিছুই চিরস্থায়ী নয়, আমাদের সমস্যাগুলোও না।

৪. জীবনটাকে ক্লোজ-আপ এ দেখলে ট্র্যাজিডি মনে হলেও লং-শটে জীবনটা কমেডি।

৫. নিচের দিকে তাকিয়ে থাকলে কখনই রংধনু দেখা যায় না।

Check Also

আবারও ডি এ তায়েবের নায়িকা মাহি

নতুন আরও একটি সিনেমায় কাজ করতে যাচ্ছেন ঢালিউডের জনপ্রিয় নায়িকা মাহিয়া মাহি। সেই সিনেমার নাম …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *