





ঢালিউডের অভিনেত্রী নুসরাত ফারিয়া। একাধারে তিনি মডেল, অভিনেত্রী এবং কণ্ঠশিল্পীও।






সম্প্রতি তিনি কলকাতাতে ‘রকস্টার’ শিরোনামের নতুন একটি ছবিতে কাজ






করছেন। বর্তমানে অভিনয় নিয়েই ব্যস্ত রয়েছেন এই অভিনেত্রী।






তবে তার অভিনীত ছবিতে তাকে রোমান্টিক ঘরনার চরিত্রেই তাকে বেশি দেখা যায়। নিজের এমন চরিত্র নিয়ে দেশীয় গণমাধ্যমকে তিনি বলেন- বেশিরভাগ ছবিতে রোমান্টিক নায়িকার চরিত্রে অভিনয় করেছি। কিন্তু সব ছবির গল্প একই রকম নয়। রোমান্টিকের বাইরেও কমেডি, অ্যাকশন, বায়োপিকসহ নানা ধরনের ছবিতে কাজ করেছি। ‘রকস্টার’ ছবিতেও রোমান্টিক ইমেজ থেকে সরে এসেছি। সেখানে দর্শক আমাকে নতুন রূপে দেখতে পাবেন।
এই সিনেমা ছাড়াও বর্তমানে তিনি ব্যস্ত রয়েছেন অমিতাভ রেজা চৌধুরীর নতুন একটি বিজ্ঞাপনের কাজ নিয়ে। বর্তমানের গানের প্রতি মনোযোগ না দিয়ে তিনি অভিনয়ের প্রতিই মনোযোগ দিচ্ছেন।