





বগুড়ার যুবক আশরাফুল আলম। সবার কাছে তিনি হিরো আলম নামে পরিচিত। অভিনয়, প্রযোজনা,






গান নিয়ে আসেন নিজের মতো করে। একের পর এক চমক দিয়ে কয়েক দিন পর পরই






তার নতুন নতুন গান ইউটিউবে প্রকাশ করেন। যা কি না ঘণ্টা পেরোতেই লাখ লাখ ভিউ হচ্ছে।






আসছে ভালোবাসা দিবস উপলক্ষে নতুন গান নিয়ে হাজির হলেন হিরো আলম। এবার তিনি হলিউডের জনপ্রিয় ‘টাইটানিক’ সিনেমার গানে কন্ঠ দিয়েছেন। গানের শিরোনাম- টাইটানিক লাভ সং’।
আকাশ নিবিড়ের পরিচালনায় মিউজিক ভিডিওতে মডেল হয়েছেন হিরো আলম এবং নুসরাত। সঙ্গীতায়োজন করেছেন মোমো রহমান।
নতুন গান প্রসঙ্গে হিরো আলম বলেন, দর্শক নতুন গানের অনুরোধ করছেন। আমি চেষ্টা করলাম অনুরোধ রাখার। টাইটানিক সিনেমা দু-চারবার দেখেনি এমন লোক খুঁজে পাওয়া কঠিন। না দেখলেও সিনেমার গল্প অন্তত সবার মুখস্ত। আর গানগুলো তো বেশ জনপ্রিয়। তাই ভালোবাসা দিবসে টাইটানিকের গান উপহার দিলাম।
তিনি আরো বলেন, যে যাই বলুক তাতে আমার কিছু যায় আসে না। গানগুলো একটু ব্যতিক্রম, গাইতে কিছুটা কষ্ট হয়। যেহেতু আমি প্রফেশনাল শিল্পী না তবুও কষ্ট করে গানগুলো গাইছি। খুব পরিশ্রম করে গানটা আমি করেছি। আশা করছি অন্যান্য গানের মতো এই গানটাও ভাইরাল হবে।
প্রসঙ্গত, চলতি মাসেই বর্তমান সময়ের ভাইরাল ‘পুষ্পা’ গান নিয়ে হাজির হয়েছিলেন হিরো আলম। সেখানে তাকে সাইকেল কাঁধে নিয়ে অভিনয় করতে দেখা গেছে।