Home / মিডিয়া নিউজ / এখন হাতে গোনা কয়েকজনকে অ্যাওয়ার্ড দেওয়া হয়: শামীম জামান

এখন হাতে গোনা কয়েকজনকে অ্যাওয়ার্ড দেওয়া হয়: শামীম জামান

বর্তমান সময়ে শিল্পীদের মূল্যায়ন ঠিকমতো হচ্ছে না বলে মনে করেন নাট্য নির্মাতা ও অভিনেতা শামীম জামান।

তিনি বলেন, ‘বর্তমান সময়ের যারা অ্যাওয়ার্ড পাচ্ছেন শুধু ঘুরে ফিরে তারাই পাচ্ছেন।’ এমন

অভিযোগ করে তিনি আরও বলেন, এখন কোনো ক্যারেক্টার আর্টিস্ট পুরস্কার পান না।”

নক্ষত্রের মধ্যে একটা বড় নক্ষত্র থাকে সবাই তার মধ্যে ধাবিত হয়। কিন্তু অনেক নক্ষত্র থাকে তাদেরও মূল্যায়ন করা উচিত বলেও মনে করেন তিনি। শামীম জামান বলেন, ‘ঘুরে ফিরে একই ক্যাটাগরি, একই ধরনের শিল্পীরা অ্যাওয়ার্ড পাচ্ছেন। তাহলে তারাই কি শুধু ভালো অভিনয় শিল্পী? তাদের থেকে ভালো অভিনয় শিল্পী, মেকার নেই?’

অভিনয় জেনে, মঞ্চে কাজ করে অনেকে অভিনয়ে এসেছেন তাদেরও মূল্যায়ন করা হয় না। তিনি বলেন, ‘অনেক অভিনয় শিল্পী রয়েছেন, যারা মঞ্চে অভিনয় শিখে তারপর অভিনয়ে এসেছেন। তারা পুরস্কার পাচ্ছেন না। অন্যদিকে যারা অভিনয় জানে না, চেহারা দেখতে দেখতে পরিচিত, তারাও সেরা অভিনেতার পুরস্কার পাচ্ছেন। তাহলে কাজের মূল্যায়নটা কি হলো?’

বর্তমানে শিল্পীদের মূল্যায়ন ও অ্যাওয়ার্ডে দেওয়াতে ঘাটতি আছে বলেও মনে করেন শামীম জামান। এখন ব্যবসার কথা চিন্তা করে কাউকে পুরস্কার দেওয়া হয় বলেও অভিযোগ করেন এই নাট্য নির্মাতা। তিনি জানান, শিল্প আর ব্যবসা আলাদা। যদি ব্যবসার চিন্তা করতেন তাহলে অনেক টাকা ইনকাম করার সুযোগ তার ছিল বলেও উল্লেখ করেন শামীম জামান। এসময় তিনি আরও বলেন, ‘আমরা শিল্প করতে এসেছি ব্যবসা করতে নয়।’

নাট্য নির্মাতা ও অভিনেতা শামীম জামান অসংখ্য জনপ্রিয় নাটকে অভিনয় করেছেন। ভবের হাট, হারকিপ্টে, আলতা সুন্দরী, জামাই মেলাতে তার অভিনয় বেশ প্রসংশিত হয়েছে। বর্তমানে তিনি বেশ কিছু সিঙ্গেল ও ধারাবাহিক নাটক নিয়ে ব্যস্ত সময় কাটাচ্ছেন।

Check Also

আবারও ডি এ তায়েবের নায়িকা মাহি

নতুন আরও একটি সিনেমায় কাজ করতে যাচ্ছেন ঢালিউডের জনপ্রিয় নায়িকা মাহিয়া মাহি। সেই সিনেমার নাম …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *