





টালিউড কুইন কোয়েল মল্লিক। নিজের অভিনয় গুণে জিতেছেন ভক্তের মন। বক্স অফিসে উপহার দিয়েছেন একের পর এক হিট সিনেমা।






বৃহস্পতিবার (১৩ জানুয়ারি) নিজের ইন্সটাগ্রাম একাউন্টে একটি ভিডিও শেয়ার করেছে। সেখানে






দেখা যাচ্ছে এক কালো রঙের ফেন্সি ড্রেস পড়ে আছেন। সেই সঙ্গে নিজেকে সাজিয়েছেন সাবেকি সাজে।






কোয়েলকে ট্র্যাডিশনাল লুকে দেখা গিয়েছে অধিকাংশ সময়। তবে অভিনেত্রীকে কালোগ্ল্য়ামারস লুকে দেখে রাতের ঘুম হারানোর জোগাড় তার ফ্যানেদের। চোখে মোটা করে কাজল। গ্লসে একেছেন ঠোঁট কোয়েল মল্লিক যেন ডিভা।
বাড়িতে কাটানো ছোটখাটো মজার মুহূর্ত সোশ্যাল মিডিয়ায় হামেশাই ভাগ করে নেন কোয়েল। সদ্য একটি ভিডিও শেয়ার করেছিলেন তিনি। সেখানে দেখা গিয়েছিল, পাশাপাশি বসে গান করছেন বাবা-মেয়ে। তাল দিচ্ছেন, হেসে উঠছেন শিশুসুলভ সারল্যে।
তবে এই বাবা মেয়ে জুটি সকলের পরিচিত। একজন রুপোলি পর্দায় নায়ক, অন্যজন বর্তমান প্রজন্মের নায়িকা। রঞ্জিত মল্লিক ও কোয়েল মল্লিক। সোশ্য়াল মিডিয়ায় বাবার সঙ্গে কাটানো ছোট ছোট মুহূর্ত হামেশাই ভাগ করে নেন কোয়েল। নেটিজেনদেরও বেশ প্রিয় হয়েছিল বাবা মেয়ের এই নিখাদ খুঁনসুটি ও ভালোবাসার রসায়ন।