





করোনাভাইরাস প্রতিরোধে বিশ্বের বিভিন্ন দেশ শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রেখেছে। শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখার






প্রতি সহমর্মিতা জানিয়ে সামজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে স্কুলে পড়ার সময়ের ছবি পোস্ট করেছেন এক বলিউড অভিনেত্রী।






‘বিশ্ব শিক্ষা দিবস’-এ সহপাঠীদের সঙ্গে ক্যামেরাবন্দি মুহূর্ত ইনস্টাগ্রামে পোস্ট করে তিনি লিখেন,






যারা মহামারির জন্য স্কুল যেতে পারছে না, তাদের জন্য খুবই খারাপ লাগছে। তারা বন্ধুদের সঙ্গে কথা বলতে পারছে না। সার্বিকভাবে পড়াশোনা ও শরীরচর্চা থেকে বঞ্চিত হচ্ছে শিশুরা। কিন্তু এ মুহূর্তে এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ।
প্রত্যেকটি শিশু যাতে সুশিক্ষা পায়, এ বিষয়ে সবাইকে আরো বেশি সচেতন হতে অনুরোধ করেছেন তিনি। এ নায়িকা চান না, কোনো শিশু তার শিক্ষার অধিকার থেকে বঞ্চিত থাকুক। কিন্তু কোনো অভিনেত্রী এ পোস্টটি করেছেন, তা কী ধরতে পেরেছেন? স্কুল পোশাকে দাঁড়িয়ে থাকা পেছনের সারিতেই রয়েছেন তিনি।
উত্তরটা তাহলে ফাঁস করা যাক। ঐ সারিতে থাকা তিন ছাত্রীর মধ্যে মাঝের জন শিল্পা শেঠি। সোমবার দুপুরে শৈশবের ছবি পোস্ট করে তাক লাগিয়েছেন বলিউডের এ নায়িকা।