





বিয়ে করছেন জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান—এসন গুঞ্জন শোনা যাচ্ছে সোশ্যাল মিডিয়ায়।






তবে ঠিকই তার বাসায় চুপিসারে বসলো বিয়ের আয়োজন। এমনকি বাগদানও সম্পন্ন হয়েছে।






চলতি ডিসেম্বরের শুরু থেকেই এটি আঙুলে পরতে দেখা গেছে জয়া আহসানকে। এমনকি জয়ার






স্টোরিতে পাওয়া গেছে অনামিকায় আংটিসহ ছবি।একটি সূত্র বলছে, গত ৯ ডিসেম্বর অভিনেত্রীর নিউ ইস্কাটনের বাসা সেজেছিল ভিন্ন সাজে। হয়েছে বাগদান অনুষ্ঠান।
তবে জয়া আহসানের এক ঘনিষ্ঠজন বলেন, আয়োজনের কথাটি সত্য। দুই পরিবারের লোকজনের উপস্থিতিতে গত ৯ ডিসেম্বর বাগদানের আয়োজন করা হয়েছিল। বেশ গোপনীয়তার সঙ্গেই ‘কান্তা’র বাগদানটি সম্পন্ন হয়েছে। অতিথিদের বেশিরভাগই এসেছেন লন্ডন থেকে।
কান্তা হচ্ছেন জয়া আহসানের ছোট বোন। তার আসল নাম কান্তা মাসউদ। পাত্র লন্ডন প্রবাসী। আর সেটির আয়োজনই বেশ সুচারুভাবে ডিসেম্বর থেকে চলেছে তাদের বাসায়। এরপর ৯ ডিসেম্বর শুভ কাজটি সম্পন্ন হয়।