





সবাইকে ঘরে থাকার আহ্বান জানাচ্ছে ঢাকাই চিত্রনায়িকা মাহিয়া মাহি। তিনি বর্তমানে সৌদি আরবে






অবস্থান করলেও শিগগিরই দেশে ফিরে আসবেন। এখন উষ্ণ মরুর বুকে ঘুরে বেড়ালেও করোনা নিয়ে বেশ সচেতন তিনি।






ঢালিউড সুপারস্টার মাহিয়া মাহি বলেন, আমাদের আসলে একটু হলেও আতঙ্কিত হওয়া উচিত।






ওমিক্রনকে ভয় পাওয়া উচিত। না হলে আমরা এবারের পরিস্থিতি মোকাবেলা করতে পারবো না।
করোনাভাইরাসের সংক্রমণ থেকে বাঁচার একটি উপায় হচ্ছে মাস্ক ব্যবহার করা। এছাড়া একে অপরের কাছ থেকে সামাজিক দূরত্ব বজায় রাখা। মাহি সবাইকে এগুলো মেনে চলতে অনুরোধ করেন।
আলোচিত চিত্রনায়িকা মাহিয়া মাহি বর্তমানে সৌদি আরবে অবস্থান করছেন। মক্কায় যাওয়ার পর স্বামী রাকিবসহ মাহিকে দেখা গেল মরুর বুকে। মাহির শেয়ার করা ছবিতে দেখা যায়, স্বামীর সঙ্গে বেশ ফুরফুরে মেজাজে রয়েছেন তিনি। বিকালের সূর্যটাও যেন মাহি-রাকিবের সময়টাকে উপভোগের জন্য সোনালি প্রান্তরে রূপ নিয়েছিল। উষ্ণ মরুর বুকে স্বপ্ন জড়ানো ভালোবাসার কাব্য লিখলেন এই জুটি।
বিস্তীর্ণ মরুভূমিতে নানা ভঙ্গিমায় তোলা বেশ কয়েকটি ছবি শেয়ার করেছেন মাহি। তাতে দেখা গেল, কালো বোরকায় আপাদমস্তক ঢেকে রেখেছেন নায়িকা। মুখটা কেবল উন্মুক্ত। তার স্বামীর পরনে পাঞ্জাবি-পায়জামা।