





ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা এফ এস নাঈমের জন্মদিন ছিল গত ২৯ নভেম্বর। পুরো দিনটি স্ত্রী






অভিনেত্রী নাদিয়া আহমেদ ও পরিবারের অন্যান্য সদস্যদের সঙ্গে কাটিয়েছেন এই অভিনেতা।






স্ত্রীর কাছ থেকে এবার কী উপহার পেয়েছেন? এমন প্রশ্নে নাঈম বলেন, ‘নাদিয়া আমার জন্য






শুটিং রাখেনি, এটা বড় গিফট। এটাও মনে করিয়ে দেয় আলাদা একটা কেয়ারের কথা। রাতেই সে আমাকে চমকে দিয়েছে। আমাকে ঘড়ি ও স্যুট উপহার দিয়েছে। নাদিয়ার যেকোনো উপহারই আমাদের জন্য বিশেষ।’
স্ত্রীর চোখে নাঈমের একটি বড় দোষ আছে। তবে তার বড় গুণ অনেক। নাদিয়া বলেন, ‘ওর (নাঈম) দোষ একটাই, ও অনেক কিছু ভুলে যায় (হাসি)। অনেক সময় কিছু একটা বলল বা তাকে বলা হলো, সেটা সে ভুলে বসে থাকে। এটা তেমন দোষের মধ্যে পড়ে না, কিন্তু অনেক সময় এ নিয়ে ঝামেলা পোহাতে হয়।’
প্রসঙ্গত ২০১৬ সালের ১৪ জানুয়ারি নাঈম ও নাদিয়া হঠাৎ করেই বিয়ের পিঁড়িতে বসেন।