Home / মিডিয়া নিউজ / মেয়ে খুব চটপটে: শখ

মেয়ে খুব চটপটে: শখ

মডেল ও অভিনেত্রী আনিকা কবির শখ। দেশের বিজ্ঞাপন, নাট্য জগতে জনপ্রিয় মুখ তিনি।

এক সময় তার বিজ্ঞাপন শোভা পেত দেশজুড়ে। নিয়মিত ছিলেন মিডিয়া অঙ্গনে। কিন্তু এখন

মিডিয়া জগত থেকে দূরে রয়েছেন তিনি। সম্প্রতি সন্তানের মা হয়েছেন শখ। তার জীবনের নানা বাঁকের গল্প নিয়ে এবার হাজির হন মিডিয়ার সামনে।

১৫ নভেম্বর জাগো এফএমে লাইভ সাক্ষাৎকারে অংশ নেন অভিনেত্রী। সেখানেই ব্যক্তিগত জীবনসহ বন্ধুত্ব-প্রেম, বিয়ে বিচ্ছেদ, সংসার ও অভিনয় নিয়ে অনেক কথা বলেন তিনি।

সাক্ষাৎকারের প্রথম দিকে নিজের ক্যারিয়ার এবং জনপ্রিয় ওয়ে ওঠার বিষয়ে শখ বলেন, আমরা যে সময়ে কাজ শুরু করি, তখন কাজের পরিবেশটা ভিন্ন ছিল। আমরা কোনো প্ল্যাটফর্ম থেকে আসি নাই। তখন কাজের প্রতিযোগিতা ছিল আলাদা। কাজ দিয়ে যুদ্ধ করে আগাতে হতো। এখন যেমন প্ল্যাটফর্ম দিয়ে আসলে পেছন থেকে একটা ব্যাকআপ পাওয়া যায়। আমাদের ক্ষেত্রে ওই সাপোর্টটা ছিল না। আমরা একদম নিজে নিজেই কাজ করে এসেছি।

ক্যারিয়ারের কঠিন সময়ের কথা তুলে ধরে তিনি বলেন, আমার ক্যারিয়ারের কঠিন সময় ছিল ২০১০-১১ সাল। তখন আমি ধুমছে কাজ শুরু করেছি। ফ্যামিলি বেশ সাহায্য করেছিল। বাবার হেল্প পেতাম সব সময়।

সম্প্রতি তিনি মা হয়েছেন। মেয়ের নাম রেখেছেন আনাহিতা রহমান আলিফ। মেয়ে প্রসঙ্গে শখ জানিয়েছেন, ‘ওর (আলিফ) বয়স ১ মাস ২৬ দিন। খুব চটপটে। কোলে বসে সারাক্ষণ অস্থির থাকে। বাবুকে নিয়েই এখন আমার ব্যস্ততা বেশি।

কাজে ফেরা প্রসঙ্গে তিনি জানিয়েছেন, কাজের জন্য এরই মধ্যে কেউ কেউ নক দেওয়া শুরু করেছেন। বাচ্চা হওয়ার কারণে অনেকটা মুটিয়ে গেছি। ফিট হতে হবে। অবশ্য সেই প্রস্তুতিও শুরু করতে যাচ্ছি। আগামী সপ্তাহ থেকে নাচের ক্লাস শুরু করব। শরীর ঠিক রাখতে আমি কখনোই জিম করি না। নেচেই মেকআপ করি। নাচলে একদিকে শরীর ভালো থাকে, অন্যদিকে নাচের অনুশীলনও হয়ে যায়। সব মিলে আশা করছি, আগামী বছরের শুরুর দিকেই কাজে ফিরতে পারব। নতুনভাবে আসতে চাচ্ছি।

Check Also

আবারও ডি এ তায়েবের নায়িকা মাহি

নতুন আরও একটি সিনেমায় কাজ করতে যাচ্ছেন ঢালিউডের জনপ্রিয় নায়িকা মাহিয়া মাহি। সেই সিনেমার নাম …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *