





ছুটি কাটাতে বর্তমানে দেশের বাইরে অবস্থান করছেন চিত্রনায়ক জায়েদ খান। তিনি ভারতের মুম্বাইয়ে






অবকাশ যাপনে ব্যস্ত। তবে সময় পেলেই গোয়ায় যাবেন। চিত্রনায়ক জায়েদ খান ছুটি কাটাতে বর্তমানে






ভারতের মুম্বাই শহরে অবস্থান করছেন। সেখান থেকে তিনি বললেন, মুম্বাই শহর






ঘুরে দেখছি, বিভিন্ন ফিল্ম সিটিতেও ঘুরেছি। বিগ বসের সেটেও গিয়েছিলাম।
জায়েদ খান আরও বলেন, গোয়া সমুদ্র সৈতক সারাবিশ্বেই জনপ্রিয়। আমিও সুযোগ পেয়ে গোয়া থেকে ঘুরে আসবো। এরপর চলতি মাসেই দেশে ফিরবো।
এর আগের সপ্তাহে জায়েদ খান ও প্রবাসী অভিনেত্রী ও মডেল রোমানা অভিনীত ‘এ দেশ তোমার আমার’ ছবিটি মুক্তি পেয়েছে। জায়েদ খানের ক্যারিয়ারের এ ছবিটি থার্টিফাইভ মিলিমিটার ফরম্যাটের, পরবর্তী সময়ে এটি ডিজিটাল ফরম্যাটে স্থানান্তর করা হয়। সিনেমায় গুরুত্বপূর্ণ একটি চরিত্রে অভিনয় করেছেন ডিপজল। আরো অভিনয় করেছেন সোহেল রানা, প্রয়াত দিতি, মিজু আহমেদ প্রমুখ।
চলচ্চিত্রটি ভালো ব্যবসা করছে না, এমন অভিযোগের বিপরীতে জায়েদ খান বলেন, বিশ্বজুড়েই মন্দা চলছে। কারণ এখন মুম্বাইয়েও সিনেমা হলে মানুষজন নেই। হিন্দি সিনেমাতেও খরা চলছে।