





ইদানীং টানা কাজে ব্যস্ত রয়েছেন সাইফ আলি খান। কিন্তু কেন? সম্প্রতি ‘দ্য কাপিল






শর্মা শো’-য়ে নিজেই কারণ ফাঁস করলেন বলিউডের জনপ্রিয় এ অভিনেতা।






গত ফেব্রুয়ারি মাসে দ্বিতীয় সন্তানের বাবা হলেন সাইফ। দায়িত্ব বেড়ে যাওয়ার ফলেই কি এখন বেশি কাজ করছেন?






অনুষ্ঠানে সইফের কাছে প্রশ্ন রেখেছিলেন কাপিল। সাইফের উত্তর, ‘না। পরিবারের সদস্য বৃদ্ধির চাপে বেশি কাজ করছি না। আমার ভয় করে। আমি যদি বাড়িতে বসে থাকি, তা হলে নির্ঘাত আমার আরও সন্তান হবে’ সইফের কথায় হেসে গড়াগড়ি স্বয়ং কাপিল-ই!
‘বান্টি অউর বাবলি ২’-র প্রচারে রানি মুখোপাধ্যায়ের সঙ্গে কাপিলের অনুষ্ঠানে আসেন সাইফ। সেখানে কাপিল শর্মার এক প্রশ্নে মজার ছলে এমন মন্তব্য করেন সাইফ আলী খান।
সূত্র- ফিল্মি বিট