





সাহসী ছবি পোস্ট করবার ক্ষেত্রে কোনও সময়ই পিছপা হন না মডেল-অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলা।






এই অভিনেত্রী, সঞ্চালিকা, শিক্ষাবিদের সাম্প্রতিকতম ফটোশ্যুট রীতিমতো তাক লাগাচ্ছে।






কখনও খোলা পিঠে, কখনও বা সাদাকালোয় মোহনীয় মিথিলা!






সামাজিক যোগাযোগের মাধ্যমে ভীষণ সক্রিয় মিথিলা। তিনি তার ইনস্টাগ্রামে বেশ কয়েকটি খোলা চুলের ছবি প্রকাশ করেছেন। এ ছবি তার ভক্তরা বেশ পছন্দ করেছে। এ যেন বাঁধন খুলে খোলামেলা আবহে কেশকলী!
আনমোনা মিথিলার চাহনি থেকে পুরুষ হৃদয়ের ধুকপুকানি বেড়েছে কয়েকগুণ। এদিকে আলো আঁধারি ফটোশ্যুট মিথিলার বিশেষ পছন্দের। অন্ধকারে নিজেকে নিয়ে কৌতুহল আরও বাড়িয়ে দেন মিথিলা। মাঝে মধ্যেই সেসব ছবির দেখা মেলে তার ইনস্টাগ্রামে। তার অসংখ্য ভক্তদের জন্য জন্য তিনি মাঝেমধ্যে এরকম ছবি পোস্ট করেন।
মিথিলা এখন কলকাতায়। স্বামী সৃজিত মুখার্জী ও মেয়ে আইরার সঙ্গে বেশ ভালো সময় পার করছেন তিনি। বাংলাদেশে বিভিন্ন কাজ তো রয়েছে, এর পাশাপাশি কলকাতাতেও বেশ কিছু কাজের কথা ভাবছেন মিথিলা।