Home / মিডিয়া নিউজ / চুটিয়ে প্রেম করছেন পূজা চেরি

চুটিয়ে প্রেম করছেন পূজা চেরি

কারোর পৌষ মাস আর কারোর সর্বনাশ। করোনাতে যেখানে সবকিছু থমকে ছিলো সেখানে কিন্তু নিজের

পৌষ মাসের যাত্রা শুরু করেছেন পূজা চেরি। হাতে কাজ থাকলেও দীর্ঘদিন অবসরে

দিনযাপন করছেন এই নায়িকা। আর এই ফাঁকে চুটিয়ে প্রেমও করছেন তিনি।

তবে এ খবরকে নিছকই গুজব বলে উড়িয়ে দিয়েছেন পূজা চেরি। তিনি বলেন, কে বলছে? কে এই ভুয়া নিউজ দিলো? তিনি এখন কাজে পুরোপুরী মনোযোগ দিতে আগ্রহী। যে কারণে প্রেম করার সুযোগ নেই।

এ সময় পূজা নিজেকে ভাগ্যবান দাবি করেন। তার ক্যারিয়ারের শুরুটাও ছিলো বেশ ভালো। এ সর্ম্পকে পূজা বলেন, আমার শুরুটা ছিলো রাজ চক্রবর্তী পরিচালিত ‘নুরজাহান’ সিনেমার মাধ্যমে। সিনেমাটি জাজ মাল্টিমিডিয়া ও এসবিএস প্রযোজিত। আমার কাছে মনে হয় আমার শুরুটা ভালো ছিলো এবং এজন্য আমি খুবই লাকি। দর্শক খুব ভালোভাবে গ্রহণ করেছেন। সেই জায়গা থেকে আমি খুবই ভাগ্যবতী।

পূজা নতুন কাজে খুব শিগগিরই অংশ নেবেন বলে জানা গেছে। ‘মাসুদ রানা’ সিনেমায় সোহানার ভূমিকায় অভিনয় করছেন পূজা। নতুন এই চরিত্রের জন্য কঠোর পরিশ্রম করেছেন। পূজা অভিনীত ‘শান’ সিনেমাটি গত বছর ঈদুল ফিতরে মুক্তি পাওয়ার কথা ছিল। কিন্তু করোনার কারণে তা সম্ভব হয়নি।

Check Also

আবারও ডি এ তায়েবের নায়িকা মাহি

নতুন আরও একটি সিনেমায় কাজ করতে যাচ্ছেন ঢালিউডের জনপ্রিয় নায়িকা মাহিয়া মাহি। সেই সিনেমার নাম …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *