Home / মিডিয়া নিউজ / গোপন তথ্য ফাঁস করলেন অমিতাভ

গোপন তথ্য ফাঁস করলেন অমিতাভ

নিজেদের ৪৭তম বিবাহবার্ষিকীতে জয়াকে জীবনসঙ্গী হিসেবে বেছে নেয়ার এক গোপন তথ্য ফাঁস

করলেন বলিউডের বিগ বি অমিতাভ বচ্চন। সোশ্যাল মিডিয়ার মাধ্যমেই নিজেদের পুরনো খবর তুলে ধরলেন তিনি।

করোনার বিশেষ পরিস্থিতির কারণে নয়াদিল্লিতে আটকে রয়েছেন জয়া বচ্চন। তাই মুম্বাই থেকে তার জন্য বিবাহবার্ষিকীর শুভেচ্ছা জানালেন অমিতাভ। বিগ স্ক্রিনের বাইরেও যে বিগ বি অতি রোম্যান্টিক, তা তার পোস্ট দেখলেই বোঝা যায়।

১৯৭৩ সালের আজকের এই দিনে জয়া ভাদুড়ির সঙ্গে জীবনের পথ চলা শুরু অমিতাভের। ৪৭টি বসন্ত কাটিয়ে আজও এই জুটি বলিউডের সেরা দম্পতি হিসেবেই চিহ্নিত। একদিকে বিগ বি-র বিপুল সাফল্য, অন্যদিকে ঘর সামলে ছেলেমেয়েকে মানুষ করে তুলেছেন জয়া। বহু তারকা দম্পতির কাছে তারা উদাহরণ হয়ে রয়েছেন।

অমিতাভ জানিয়েছেন- জঞ্জির ছবি হিট হলে, কয়েকজন বন্ধু মিলে লন্ডন যাওয়ার পরিকল্পনা ছিল। যার মধ্যে জয়াও ছিলেন। লন্ডন পাড়ি দেয়ার জন্য সব তৈরি ছিল। কিন্তু বেঁকে বসলেন অমিতাভের বাবা হরিবংশ রায় বচ্চন।

অমিতাভ বচ্চনের বাবা সাফ জানালেন যে বিয়ে করেই জয়াকে নিয়ে লন্ডন বেড়াতে যেতে হবে, না হলে নয়। ব্যাস, বাবার আদেশ মেনে জয়ার সঙ্গে সাত পাকে বাঁধা পড়লেন অমিতাভ।

আর এরপরের গল্পটা সবারই জানা।

Check Also

আবারও ডি এ তায়েবের নায়িকা মাহি

নতুন আরও একটি সিনেমায় কাজ করতে যাচ্ছেন ঢালিউডের জনপ্রিয় নায়িকা মাহিয়া মাহি। সেই সিনেমার নাম …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *