





করোনা ভাইরাসে সারাবিশ্বে ঘরবন্দি জীবনযাপন করছে মানুষ। তাই রবীন্দ্রনাথ ঠাকুরের ১৫৯তম






জন্মদিনে অনুষ্ঠান, প্রভাত ফেরী কিছুই হয়নি। কিন্তু কবিগুরুর জন্মদিন বিভিন্নভাবেই পালন করেছেন।






বিশ্বকবিকে শ্রদ্ধা জ্ঞাপন করছেন নিজ নিজ পন্থা অবলম্বন করে। কবিগুরুর জন্মদিনে কলকাতার নির্মাতা সৃজিত মুখার্জির স্ত্রী রফিয়াত রশিদ মিথিলাও সোশ্যাল মিডিয়াতেই কবিগুরুকে শ্রদ্ধা জানালেন।
‘মোর ভাবনার একি হাওয়ায়’ গানটির সঙ্গে নেচে তার ভিডিও সোশ্যাল মিডিয়ায় আপলোড করেছেন তিনি। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিও আপ করে তিনি লিখেছেন ১৫ বছর পর নাচলাম।
এদিকে মিথিলার স্বামী সৃজিত মুখার্জি ভিডিওটি শেয়ার করেছেন। তিনি ক্যাপশনে লিখেছেন, মাইয়া দেহি এইডাও পারে। ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে মুহূর্তে ভাইরাল হয়। অভিনেত্রী গায়িকা যে এত সুন্দর নাচেনও তা দেখে মুগ্ধ তার অনুরাগীরা।