Home / মিডিয়া নিউজ / প্রতিদিন শুনতে হচ্ছে কার বেড গরম করলি, রাতে কত কামাইলি?

প্রতিদিন শুনতে হচ্ছে কার বেড গরম করলি, রাতে কত কামাইলি?

টিভি নাটকের আলোচিত-সমালোচিত অভিনেত্রী ফারিয়া শাহরিন। ২০০৭ সালে ‘লাক্স-চ্যানেল আই সুপারস্টার’

প্রতিযোগিতা দিয়ে শোবিজে পথচলা শুরু হয় তার। তবে বাংলালিংকের ‘কথা দিলাম’ বিজ্ঞাপনের মডেল হয়েই তিনি পরিচিতি পান।

এরপর বেশ কিছু নাটকে দেখা গেছে তাকে। পরবর্তীতে পড়াশোনার জন্য মালয়েশিয়ায় যান এবং ২০১৯ সালে ফিরে আসেন।

দেশে ফেরার পর থেকেই নানা বিষয় নিয়ে ফেসবুকে স্ট্যাটাস দিয়ে আলোচনায় ছিলেন ফারিয়া শাহরিন। যৌন হেনস্তার বিষয়েও সরব হয়েছিলেন এই সুদর্শনা অভিনেত্রী। তখন কেউ কেউ তাকে সাধুবাদ জানালেও অধিকাংশ মানুষ তার বিরুদ্ধে অবস্থান নিয়েছিল।

বিদেশে পড়তে যাওয়া এবং সোশ্যাল মিডিয়ায় সাহসী ছবি দেওয়া নিয়ে প্রায়শই নিন্দার মুখে পড়তে হয় ফারিয়াকে। মাঝে মাঝে আপত্তিকর প্রশ্নও করে বসেন অনেকে। বিষয়টি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন অভিনেত্রী।

ফারিয়া বলেছেন, ‘মাঝেমাঝে মনে হয় মিডিয়ায় যদি না আসতাম তাহলে কি কারো সাহস হতো আমাকে গালি দেয়ার? কোনো নষ্টামি, ভন্ডামি লুচ্চামি না করেও দিন শেষে শুনতে হয় কত টাকা কামাইলি? কার ফ্ল্যাটে উঠলি? প্রতি রাতের রেট কত? মদ থাকলে সরিয়ে ফেল, কার কার বিছানা গরম করলি?’

সামাজিক যোগাযোগ মাধ্যমে এ ধরণের মন্তব্য দেশের অনেক অভিনেত্রীকেই শুনতে হয়। তারা এগুলোকে এড়িয়ে যান। তবে ফারিয়া শাহরিন জানালেন, তিনি এসব সহ্য করতে পারেন না। ফেসবুকে লিখেছেন, ‘অনেক সেলিব্রেটি হয়তো এসব ইগনোর করতে পারেন কিন্তু আমি পারি না। রক্ত উঠে যায় মাথায়। এই যে এতোগুলো বছর ভালো থাকলাম, এতো অনেস্ট থাকলাম। কত মানুষ কত টাকার লোভ দেখাল, নিজেকে তাও কন্ট্রোল করলাম। দিনশেষে কি পেলাম আমি, ‘মা…’ নামক একটা উপাধি। আর কিছু না। খুব কষ্ট হয়, কিছু মানুষের জন্য মানুষের এইভাবে কথা বলার সাহস হয়।’

বর্তমানে ফারিয়া রয়েছেন যুক্তরাষ্ট্রে। ছোট বোনের কনভোকেশনের জন্য সেখানে পাড়ি জমিয়েছেন তিনি। এই বিদেশভ্রমণ নিয়েই সম্প্রতি নানা আপত্তিকর কথা শুনতে হচ্ছে তাকে।

উল্লেখ্য, ফারিয়া শাহরিন সর্বশেষ আলোচিত হয়েছেন ‘ব্যাচেলর পয়েন্ট’ ধারাবাহিক নাটকে অভিনয় করে। কাজল আরেফিন অমি পরিচালিত সে নাটকে তাকে দেখা গেছে অন্তরা চরিত্রে।

Check Also

আবারও ডি এ তায়েবের নায়িকা মাহি

নতুন আরও একটি সিনেমায় কাজ করতে যাচ্ছেন ঢালিউডের জনপ্রিয় নায়িকা মাহিয়া মাহি। সেই সিনেমার নাম …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *