





বয়স যেন জয়া আহসানের কাছে শুধু একটা সংখ্যা। যে কোনো অষ্টাদশী অভিনেত্রীকে সহজেই মাত






দিতে পারেন তিনি। কেননা যতোই দিন যাচ্ছে, জয়ার ঔজ্জ্বল্য ততোই বেড়েই চলছে। সামাজিক






যোগাযোগ মাধ্যমে তিনি বেশ সরব। ছবি আপলোডের পর মাঝে মধ্যে অনেক ‘কটু’ মন্তব্যের মুখোমুখি হতে হয় তাকে।






সম্প্রতি সাদা থ্রি কোয়ার্টার শার্ট আর নীল প্রিন্টেড পোশাক পরে ফেসবুক ও ইনস্টাগ্রামে ছবি দিয়েছিলেন জয়া। সঙ্গে পায়ে সাদা স্নিকার্স। চুল মাথার ওপরে টপ নট করে বাঁধা। মিনিমাল মেকআপের সঙ্গে ডার্ক ব্রাউন রঙের লিপস্টিক পরেছিলেন অভিনেত্রী। আর তাতেই তাকে কটাক্ষ করলেন বেশ কয়েকজন।
জয়া এই ছবি শেয়ার করে ক্যাপশনে লিখেছিলেন, চারপাশের নিস্তব্ধতার মাঝে এখনও কেউ কেউ জীবনের শান্তি খুঁজে পায়।
এক যুবক কটাক্ষ করে লিখেছেন, ‘সিগারেট খাও নাকি! কিঞ্চিৎ কালো ঠোঁট’। এছাড়াও অনেক অসংখ্য ‘কটু’ মন্তব্য শুনতে হয়েছে।
সামাজিক মাধ্যমে প্রায়শই নিজের ছবি পোস্ট করে থাকেন অভিনেত্রী। রোজনামচার টুকটাক তুলে ধরেন ভক্তদের জন্য। ট্রোলারদের পাত্তা দেন না একেবারেই। বিতর্কর আঁটও গায়ে মাখেন না। তাই তো, যে কোনো পুরুষ হৃদয় ঝড় তুলতে জয়া আহসান নামটাই যথেষ্ঠ।