Home / মিডিয়া নিউজ / ব্লাউজ দিয়ে মাস্ক বানানো শেখালেন বিদ্যা বালান!

ব্লাউজ দিয়ে মাস্ক বানানো শেখালেন বিদ্যা বালান!

দিন পনেরো আগের ঘটনা। করোনা ভাইরাসের উৎপত্তিস্থল হিসেবে খ্যাত চীন ‘সহায়তার নামে

রসিকতাই’ করেছিল পাকিস্তানের সঙ্গে! নইলে কি আর মাস্কের নামে স্পঞ্জের তৈরি অন্তর্বাস পাঠাতো

ইমরান খানের দেশে! পাকিস্তানকে এন৯৫ মাস্ক দেয়ার প্রতিশ্রুতি দিয়েছিল চীন। কিন্তু মাস্কের নামে পাঠিয়েছিল স্পঞ্জের তৈরি অন্তর্বাস! এ নিয়ে ইমরান খান সরকারকে ধুয়ে দিয়েছিল পাকিস্তানের স্বাস্থ্যকর্মীরা। দেশটির সংবাদমাধ্যমেও ব্যাপক ব্যাঙ্গ-বিদ্রুপ হয়েছিল মিত্র দেশ হিসেবে পরিচিত চীনের এমন রসিকতা নিয়ে।

এবার লকডাউনে থাকা ভারতবাসীকে মাস্ক বানানোর সহজ ও ব্যতিক্রমী উপায় বাতলে দিলেন বলিউড অভিনেত্রী বিদ্যা বালান। কিন্তু মজার ব্যাপার হলো, বিদ্যা বালান শিখিয়েছেন ব্লাউজের কাপড় দিয়ে মাস্ক বানানোর পদ্ধতি।

ইনস্টাগ্রামে একটি ভিডিও পোস্ট করে সেটাই দেখিয়েছেন এই বলিউড অভিনেত্রী। বিদ্যা বলেছেন,‘ করোনা রুখতে মাস্কের ব্যবহার খুব জরুরি। কিন্তু শুধু আমাদের দেশ, নয়, গোটা বিশ্বেই মাস্ক অপ্রতুল।’

বলিউডের এই লাস্যময়ী অভিনেত্রী বলেছেন, ‘সহজ সমাধান হাতের নাগালেই। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যেমন বলেছেন, ঠিক সেভাবেই বাড়িতে বসেই আমরা মাস্ক বানিয়ে ফেলতে পারি। এক টুকরো কাপড় নিন- ওড়না, স্কার্ফ, শাড়ি কিংবা ব্লাউজের। সেটি তিন ভাঁজ করে সেলাই করে দুদিকে দুই মাথায় লাগিয়ে নিন দুটি ব্যান্ড কিংবা রাবার। হয়ে গেল মাস্ক!’

করোনার এই কালে মানুষ টিস্যু পেপার দিয়েও মাস্ক বানানোর ভিডিও দেখেছে অন্তর্জালে।

Check Also

আবারও ডি এ তায়েবের নায়িকা মাহি

নতুন আরও একটি সিনেমায় কাজ করতে যাচ্ছেন ঢালিউডের জনপ্রিয় নায়িকা মাহিয়া মাহি। সেই সিনেমার নাম …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *