





সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে দ্বিতীয়বারের মতো বিয়ের পিঁড়িতে বসেছেন মাহি। সোমবার (১৩ সেপ্টেম্বর)






রাত ১২টা ০৫ মিনিটে প্রেমিক রাকিব সরকারের সঙ্গে বিয়ের আনুষ্ঠানিকতা সেরেছেন মাহি।






বিয়ের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে বিয়ের একটি ছবি প্রকাশ করেছেন মাহিয়া মাহি।






এদিকে মাহির বিয়ের পরপরই একটি ছবি ফেইসবুকে ছড়িয়ে পড়ে। এই ছবি নিয়ে বিব্রত চলচ্চিত্র পরিচালক মোস্তাফিজুর রহমান মানিক।
ছবিতে দেখা যাচ্ছে, মাহি-রাকিব বাসর ঘরে বিয়ের সাজে বসে আছেন। তাদের সঙ্গে সেলফি তুলছেন মানিক। এতেই বেঁধেছে গণ্ডোগোল! বাদ সেধেছে একটি মাথা! অর্থাৎ ভাইরাল হওয়া এই ছবিতে দেখা গেছে মাথা কেটে ইডিট করে বসিয়ে দেয়া। এতে চিত্রনায়ক সাইমন সাদিকের স্থানে রাকিবের মাথা বসিয়ে দেয়া হয়েছে।
বিষয়টি উল্লেখ করে মানিক আজ ফেইসবুকে একটি স্ট্যাটাস দিয়ে তিনি লিখেছেন, ‘ভাইরে ভাই কী শুরু হইলো! আনন্দ অশ্রুর একটি দৃশ্যের শুট চলাকালে কয়েকটা সেলফি তুলেছিলাম। গতকাল সেই সেলফিগুলোর ভালো ব্যবহার হলো। সাইমনের মাথা কেটে অন্যের মাথা বসিয়ে দেয়া হলো। তারপর ইতিহাস! যারা এই কাজ করেছে, আল্লাহ তাদের হেদায়েত করুক।’
কেলো কী উদ্দেশ্যে কারা এই ছবি সম্পাদনা করে প্রচার করছে তা জানা যায়নি। তবে ধারণা করা হচ্ছে নিছক মজা করা এর উদ্দেশ্য। কিন্তু যারা কাজটি করেছেন তারা হয়তো ভুলে গেছেন যে আনন্দে অন্যের ক্ষতি হয় তা না করাই ভালো।