





বিনোদন ডেস্ক : ‘বিগ বস সিজন ১৩’ যেন আরও জটিল এবং বিতর্কিত হয়ে উঠেছে। ঘর ছেড়ে






বেরিয়ে আসার পরেই একের পর এক বিস্ফোরক মন্তব্য করলেন প্রাক্তন প্রতিযোগীরা। সেই তালিকায়






এবার যুক্ত হলেন পাঞ্জাবি গায়িকা হিমাংশি খুরানা। সম্প্রতি তাকে একটি পার্লারে দেখা গিয়েছে।






আর সেখানেই একজন সিনিয়র রিপোর্টার তাকে ‘বিগ বস’ নিয়ে প্রশ্ন করছিলেন। আর তখন ওই রিপোর্টার জানান, কিছুদিন আগেই ‘বিগ বস’-এর ঘরে সালমান গিয়ে সমস্ত কিছু পরিষ্কার করেছেন এবং সেই সঙ্গে বাসনও মাজেন।
এই বিষয়ে তিনি বলেন, ‘সমস্তটাই স্ক্রিপ্টেড। তিনি তো করবেন (বাসন মাজবেন)। এর জন্য ৬০০ কোটি পাবেন।’
সোশ্যাল মিডিয়ায় হিমাংশির এই ভিডিও মূহুর্তে মধ্যে ভাইরাল হয়ে যায়। এবং তাকে ট্রোল করতে শুরু করে দেন নেটিজেনরা। এরপর নিজের সাফাইয়ে গায়িকা জানান, তিনি সেই কথা মজা করে বলেছেন তামাশা করার জন্য নয়। একাধিক ট্যুইটে হিমাংশি সেই কথা বলার চেষ্টা করেছেন।
প্রসঙ্গত, কিছুদিন আগেই ‘বিগ বস’-এর ঘরে আসেন সালমান খান। ঘরের অবস্থা এতটাই খারাপ ছিল যে সমস্ত কিছু তিনি নিজে হাতে পরিষ্কার করতে শুরু করলেন। বাসন মাজা থেকে বাথরুম পরিষ্কার, ঘর ঝাট দেওয়া সমস্তটাই করেন সালমান খান। এই অবস্থা দেখে ঘাবড়ে যান প্রতিযোগীরা এবং সালমানকে সেই কাজগুলো না করতে অনুরোধও করেন।