





বিনোদন ডেস্ক: ঢালিউডের জনপ্রিয় অভিনেত্রী পূর্ণিমাকে কি চেনা যায়? চিনতে পারছেন সুদর্শনা এই সুন্দরীকে? চেষ্টা করুন। তবে চোখের দিকে তাকাবেন না।






গতকাল বৃহস্পতিবার চিত্রনায়িকা পূর্ণিমা তার নিজেস্ব ফেসবুকে ছবি দুটি প্রকাশ করে তার ক্যাপশনে লিখেছেন, ‘আমাকে নিয়ে চিন্তা করবেন না। শুধু আমার চোখের দিকে তাকিও না।’
পূর্ণিমার এমন ছবি ভক্তদের মাঝে দারুণ সাড়া ফেলেছে। এদিকে অন্যান্যবারের মতো এবারও ঈদের বিশেষ অনুষ্ঠানে দেখা যাবে পূর্ণিমাকে।
এ বিষয়ে নায়িকা বলেন, ‘সব সময় ভালো গল্পের অপেক্ষায় থাকি। গল্পটা পছন্দ হলে নাটক হোক কিংবা সিনেমা কাজ করি। এবারও ঈদের নাটকে দর্শক আমাকে দেখতে পাবে।’