





এক যুগেরও বেশি সময় ধরে সুরেলা কণ্ঠের জাদুতে দর্শক-শ্রোতাদের মুগ্ধ করছেন নাজমুন মুনিরা ন্যান্সি।






শ্রোতাপ্রিয় এ কণ্ঠশিল্পী ডিসেম্বর মাসজুড়ে প্রায় হাফ ডজন শো নিয়ে ব্যস্ত সময় পার করেছেন।






বছরের প্রথম দিনেও শ্রোতাদের গান গেয়ে শোনাবেন তিনি, পাশাপাশি জীবনের জানা অজানা কথা শেয়ার করবেন।






ইংরেজি নতুন বছর উপলক্ষে বাংলাভিশনের ফোনোলাইভ স্টুডিও কনসার্ট ‘মিউজিক ক্লাব’র বিশেষ আয়োজনে হাজির হবেন ন্যান্সি। সরাসরি সম্প্রচারিত এই অনুষ্ঠানে দর্শকরা ফোন করে তার সঙ্গে কথা বলার পাশাপাশি গানের অনুরোধ করতে পারবেন।
গানের পাশাপাশি ন্যান্সি কথা বলবেন তার জীবনের নানা গুরুত্বপূর্ণ ঘটনা নিয়ে। এ সময় জীবনের পরথে পরথে জড়িয়ে থাকা জানা অজানা কথাসহ ভবিষ্যতের পরিকল্পনা জানাবেন। ‘মিউজিক ক্লাব’র এই পর্বটি ১ জানুয়ারি রাত ১১টা ২৫মিনিটে বেসরকারি টেলিভিশন চ্যানেল বাংলাভিশনে সম্প্রচারিত হবে।
এদিকে নতুন বছরে একাধিক নতুন গান নিয়ে হাজির হবেন ন্যান্সি। এরইমধ্যে কয়েকটি নতুন গানের রেকর্ডিং করেছেন তিনি। সামনেও নতুন কয়েকটি গানে কণ্ঠ দেয়ার কথা রয়েছে তার। নতুন বছরে অডিওর পাশাপাশি চলচ্চিত্রের গানেও পাওয়া যাবে তাকে।
অন্যদিকে এরমধ্যে প্রয়াত আহমেদ ইমতিয়াজ বুলবুলের সুরে দুটি গানে কণ্ঠ দিয়েছেন তিনি। গান দুটিতে তার সঙ্গে কণ্ঠ শেয়ার করেছেন রিজভী ওয়াহিদ। শিগগিরই গান দুটি প্রকাশ হবে।