





সোনিয়া নুসরাত সেই স্কুল জীবন থেকে ক্যারিয়ার শুরু করা এই তরুনী তার কণ্ঠের জাদুতে ইতিমধ্যেই






মোহিত করে ফেলেছেন শ্রোতাদের। দিন দিন তার জার্নির পরিধি ছড়িয়ে পড়ছে নানা প্রান্তে।






দেশের গণ্ডি পেরিয়ে গেয়েছেন আমেরিকা ও মালয়েশিয়ার স্টেজ এ ও। এবং অতি সম্প্রতি তাঁর নিজের






ইউটিউব চ্যানেল (Sonia Music Station) থেকে রিলিজ হলো ফিরে আসোনা শিরোনামে একটি মিউজিক ভিডিও। যার সুর ও সংগীত এবং কম্পোজিশন করেছেন মাহমুদ সানি।
জেনিফার লোপেজ, ব্রিটনী , অ্যাডেলসহ বিশ্বের পপ তারকারা এখন যেমন নিজেদের গানটা গাওয়ার পাশাপাশি পারফর্মেন্সের
ক্ষেত্রেও খুব নজর দেন, ঠিক একই ভাবে সেই পথের অনুসরণেই হাঁটছেন কণ্ঠশিল্পী সোনিয়া। তাঁর প্রথম অ্যালবামটিতে জানান দিয়েছিলেন শ্রোতাদের সাথে লম্বা রেসেই দৌড়াতে এসেছেন তিনি, যেতে চান বহুদূর। একজন প্রকৃত মেধাবী শিল্পী বলতে যা বোঝায় তার পরিপূর্ণতা দেখা যায় এ শিল্পীর মাঝে। ইউ আই ইউতে এমবিএ অধ্যায়নরত সোনিয়া জানালেন তাঁর স্বপ্ন গুলোর কথা । প্রবাসীর দিগন্তের পাঠকদের জন্য তা হুবহু তুলে ধরা হলোঃ-
আমি সত্যি অনেক ভাগ্যবান যে সংগীত নিয়ে আমার বাবা-আমাকে প্রতিনিয়ত উৎসাহ দিয়ে যাচ্ছেন। আমার জন্য অনেক কষ্ট করছেন।আসলে আমার মা নেই তো। কাভারড গানের পাশাপাশি মৌলিক গান নিয়েও কাজ করছি বর্তমানে, কেননা যারা আমাকে অনুপ্রেরণা যোগান, সাহস দেন তারা আমার মৌলিক গানও শুনতে চান। তাদের জন্যই সম্প্রতি রেকর্ডিং শেষ করলাম ভারত থেকে এখন রিলিজের আপেক্ষায় আছি। আমার কো আর্টিস্ট ছিলো সান আর মিউজিক ভিডিওতে ছিলাম আমি আর ইরফান সাজ্জাদ ভাইয়া।
সিনেমায় প্লেব্যাক, এটা আমার কাছে স্বপ্নের মতো। এভাবে প্লেব্যাকের সুযোগ পাব কখনো ভাবিনি। এর পুরো কৃতিত্ব শ্রোতাদের, যারা আমার গান ভাইরাল করেছেন। এতো অল্প বয়সে সেই সুযোগ পাওয়াটা অনেক আনন্দের। মুসাফির মুভিতে প্রথম প্লে ব্যাক করেছি, সম্প্রতি আরো একটি গান আমার ভাইরাল হয়েছে আড়াল টেলিফ্লিমের ভাল্লাগেনা শিরোনামে। পড়াশুনা চালিয়ে যাওয়ার পাশাপাশি সংগীতটাকে ধরে রাখাই আপাতত উদ্দেশ্য। তাই ভবিষ্যতে গান গাওয়াটা ধরে রাখতে চাই। কেননা গান আমার সঙ্গে মিশে গেছে, আমি ও গান আলাদা হওয়ার সুযোগ হয়তো আর নেই। তাই ভবিষ্যতে আরো ভালো কিছু করতে আমার ভক্ত অনুরাগীদের দোয়া চাই ।