Home / মিডিয়া নিউজ / নায়িকা থেকে সাংবাদিকতায় মৌসুমী!

নায়িকা থেকে সাংবাদিকতায় মৌসুমী!

ঢাকাই চলচ্চিত্রের প্রিয়দর্শিনী মৌসুমী। গত শনিবার (৩ নভেম্বর) ছিলো নায়িকার জন্মদিন। এদিন এক বিশেষ ঘোষণা দিয়েছেন তিনি।

কোন নতুন সিনেমায় অভিনয় নয়, এবার সাংবাদিক হিসেবে আত্মপ্রকাশ করছেন তিনি।

‘ইয়েস নিউজ বিডি ডট কম’ নামের একটি বিনোদন ভিত্তিক অনলাইন নিউজ পোর্টালের সম্পাদক হিসেবে যোগ দিয়েছেন তিনি। এখানে শুধু বিনোদন জগতের খবর পাওয়া যাবে।

এ প্রসঙ্গে মৌসুমী বলেন, ‘এতোদিন আমি একপাশে বসতাম আর আমার সাংবাদিক ভাইয়েরা অন্যপাশে বসতেন। এখন আমরা একসঙ্গে বসবো। আমি একটি নিউজ পোর্টালের সম্পাদক হিসেবে দায়িত্ব নিয়েছি।’

তিনি আরও বলেন, ‘সাংবাদিকতার প্রতি অনেক আগে থেকেই আগ্রহ ছিল। পেশাজীবনে অনেক সাংবাদিকের সঙ্গে মিশেছি। সেই জন্য এই পেশার প্রতি ভালোলাগা আরও বেশি। আশা করি অভিনয়ের মতো সাংবাদিক ক্যারিয়ারেও সবাইকে পাশে পাবো।’

মৌসুমীর স্বামী চিত্রনায়ক ওমর সানী বলেন, ‘সাংবাদিকতা নিয়ে মৌসুমীর অনেক আগ্রহ। এখন সে নিজে সাংবাদিকতা শুরু করে দিল। অভিনন্দন জানাচ্ছি মৌসুমী।’

Check Also

আবারও ডি এ তায়েবের নায়িকা মাহি

নতুন আরও একটি সিনেমায় কাজ করতে যাচ্ছেন ঢালিউডের জনপ্রিয় নায়িকা মাহিয়া মাহি। সেই সিনেমার নাম …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *