Home / মিডিয়া নিউজ / ‘তার দেওয়া শাড়িতে আমার আলমারি ভরা’

‘তার দেওয়া শাড়িতে আমার আলমারি ভরা’

গুণী অভিনেত্রী শর্মিলী আহমেদ আর নেই। তবে রয়ে গেছে তার কর্ম, সঙ্গে হাজারো স্মৃতি। শোবিজ

অঙ্গনে তিনি সবার কাছে ‘মা’ হিসেবেই পরিচিত ছিলেন। সবাই তাকে ‘শর্মিলী মা’

বলেই ডাকত। সেই মায়ের প্রয়াণে তার স্মৃতি হাতড়ে বেড়াচ্ছেন সহকর্মীরা।

শর্মিলী আহমেদের সঙ্গে তোলা বেশ কিছু ছবি ফেসবুকে পোস্ট করে অভিনেত্রী রুনা খান লিখেছেন, ‘তার (শর্মিলী আহমেদ) উপহার দেওয়া শাড়িতে আমার আলমারি ভরা। গত চার বছরে যে মমতা আর দরদ তিনি দেখিয়েছেন আমার প্রতি, তা লিখে-বলে-বুঝিয়ে ব্যাখ্যা করার সাধ্য আমার নেই।’

তিনি আরও লেখেন, ‘একজন করে কাছের মানুষ চলে যায়, আর আমার আরও তীব্র ভাবে মনে হতে থাকে, জীবন এত ছোট! এই ছোট্ট জীবনে মানুষকে ভালোবাসা দেওয়া, আর মানুষের ভালোবাসা পাওয়া ছাড়া কোনোকিছুই তেমন কোনো অর্থ বহন করে না।’

গুণী অভিনেত্রীর বিদেহী আত্মার শান্তি কামনা করে রুনা লিখেছেন, ‘আপনি অর্থপূর্ণ জীবনযাপন করে গেছেন আন্টি। মহান সৃষ্টিকর্তা সকল আত্মার শান্তি দিন।’

প্রসঙ্গত, ষাটের দশকের অন্যতম নায়িকা ছিলেন শর্মিলী আহমেদ। বয়সকে তুড়ি মেরে প্রায় পাঁচ দশক ধরে বিরতিহীন অভিনয় করেছেন তিনি। এ পর্যন্ত প্রায় ৪০০ নাটক ও ১৫০টি চলচ্চিত্রে অভিনয় করেছেন গুণী এ অভিনেত্রী।

মঞ্চ, টিভি ও চলচ্চিত্রে সাবলীল অভিনয় দিয়ে দর্শক হৃদয়ে স্থায়ী জায়গা করে নেন শর্মিলী আহমেদ। নায়িকা পরবর্তী সময়ে মা, দাদি কিংবা ভাবির চরিত্রেও শক্তিশালী অবস্থান তৈরি করেছিলেন তিনি। তার অনুপস্থিতি শোবিজ অঙ্গনের জন্য এক বিশাল ক্ষতি।

শুক্রবার (৮ জুলাই) বাদ জুমা উত্তরার ১১ নং সেক্টর মসজিদে প্রথম জানাজার পর শর্মিলী আহমেদের মরদেহ তার বাসায় নিয়ে যাওয়া হয়। ঘণ্টা দুয়েক রাখার পর মরদেহ নিয়ে যাওয়া হবে বনানী কবরস্থানে। সেখানেই বাদ আসর দ্বিতীয় জানাজা শেষে স্বামীর কবরে চিরনিদ্রায় শায়িত হবেন তিনি।

Check Also

আবারও ডি এ তায়েবের নায়িকা মাহি

নতুন আরও একটি সিনেমায় কাজ করতে যাচ্ছেন ঢালিউডের জনপ্রিয় নায়িকা মাহিয়া মাহি। সেই সিনেমার নাম …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *