





জামালপুরের সরিষাবাড়ীতে কারাতে প্রশিক্ষণ উদ্বোধন করলেন চিত্রনায়ক মাসুম পারভেজ রুবেল।






শনিবার (১৪ মে) বিকালে উপজেলার রেলওয়ে লোকোশেড ঈদগাহ মাঠে ইয়াং






ড্রাগন মার্শাল আর্ট সেন্টারের উদ্যোগে এ প্রশিক্ষণ উদ্বোধন করা হয়।






সহকারী কমিশনার (ভূমি) ফাইযুল ওয়াসীমা নাহাতের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি প্রকৌশলী মাহবুবুর রহমান হেলাল। এ সময় উপস্থিত ছিলেন আরডিএম পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নজরুল ইসলাম, উপজেলা যুবলীগের সভাপতি একেএম আশরাফুল ইসলাম ও ইয়াং ড্রাগন মার্শাল আর্ট সেন্টারের প্রশিক্ষক ব্ল্যাকবেল্ট হোল্ডার উস্তাদ মোশারফ হোসেন।
প্রশিক্ষণের উদ্বোধক চিত্রনায়ক রুবেল তাঁর বক্তব্যে বলেন, যেকোনো অপসংস্কৃতি ও অপরাধ নির্মূলে কারাতে ভূমিকা রাখতে পারে। পাশাপাশি নিজের স্বাস্থ্য সুরক্ষা ও আক্রমণের হাত থেকে রক্ষায় যুব ও নারীদের এ প্রশিক্ষণে অংশগ্রহণে আহ্বান জানান।
ইয়াং ড্রাগন মার্শাল আর্ট সেন্টারের প্রশিক্ষক মোশারফ হোসেন জানান, ইতোপূর্বে সরিষাবাড়ীতে মার্শাল আর্ট প্রশিক্ষণ হতো। নানা জটিলতায় দীর্ঘদিন এটি বন্ধ ছিলো, যা নতুন করে শুরু হলো। সামনের শুক্রবার থেকে নিয়মিত কারাতে প্রশিক্ষণ চলবে বলে তিনি জানান।