Home / মিডিয়া নিউজ / ছোটবেলায় জোর করে সালামি নিতাম: ফারিয়া শাহরিন

ছোটবেলায় জোর করে সালামি নিতাম: ফারিয়া শাহরিন

দুয়ারে কড়া নাড়ছে ঈদ। ইতোমধ্যেই তার আমেজ ছড়িয়ে গেছে সবখানে। ঈদ উদযাপনের জন্য প্রস্তুত সবাই।

শোবিজ অঙ্গনের মানুষজনও তার ব্যতিক্রম নন। শত ব্যস্ততার মাঝে তাদেরও রয়েছে ঈদ পরিকল্পনা।

এবারের ঈদ পরিকল্পনা নিয়ে ঢাকা মেইলের সঙ্গে কথা বলেছেন ছোটপর্দার অন্যতম অভিনেত্রী ফারিয়া শাহরিন।

ফারিয়া বলেন, ‘ঈদে আমার আসলে সেরকম একটা পরিকল্পনা থাকে না। বাসায় থাকি, নতুন কাপড় পরি, সালামি নেই। বাসায় আত্মীয় স্বজন আসেন। তাদের সঙ্গে আড্ডা দেই।’

করোনাকাল কেটে যাওয়ায় বেশ উচ্ছ্বসিত এই অভিনেত্রী। তিনি বলেন, ‘এবার করোনা নেই। তাই বাসায় অনেক আত্মীয় স্বজন আসবেন। তাদের সঙ্গে আড্ডা হবে ভাবতেই ভালো লাগছে।’

ছোটবেলার ঈদ ফারিয়াকে খুব নাড়া দেয়। সেসময়ের কথা উল্লেখ করে তিনি বলেন, ‘ছোটবেলার ঈদ অনেক মজার ছিল। নতুন জামা কেনা নিয়ে বেশি উত্তেজিত থাকতাম আমি। আমরা তিন বোন। আমি আর আমার বড় বোন পিঠাপিঠি। সবসময় মনে হতো বড় বোনের জামা বেশি সুন্দর। এটা নিয়ে ঝগড়া করতাম, কান্নাকাটি করতাম আবার বকাও খেতাম। এখন মনে হয়, ওই সময়টা অনেক মজার ছিল।’

বড়বেলা ও ছোটবেলার ঈদ তুলনা করে ফারিয়া বলেন, ‘বড়বেলার ঈদে ছোটবেলার সেই আনন্দ নেই। এখন বড় হয়েছি। সবার জন্য কেনাকাটা করি। কিন্তু শৈশবের ঈদে যে আনন্দটা ছিল এখন আর সেটা পাই না। দিন যত যাচ্ছে মনে হচ্ছে আনন্দ ততো কমছে।’

সালামি নিয়ে ছোটবেলায় অবাক কাণ্ড করে বসতেন ফারিয়া। তিনি বলেন, ‘ছোটবেলায় পারলে জোর করে সালামি নিতাম। সালামি বেশি পেতে সবাইকে দুই বার করে সালাম করতাম। তারপর কাজিনদের সঙ্গে প্রতযোগিতা হতো। কে কত সালামি পেলাম, গুনে দেখতাম। এখনও সালামি পাই। বাবা-মা দেন। কিন্তু জোর করে সালাম করা ও সালামি নেওয়ার দিনগুলো বেশি আনন্দের ছিল।’

বর্তমান ব্যস্ততা প্রসঙ্গে ফারিয়া বলেন, “আমি বরাবরই একটু কম কাজ করি। তারমধ্যে এবার শ্যুটিংয়ের সময় ব্যাথা পেয়েছিলাম। তাই তেমন কাজ করা হয়নি। তারপরও এবার ঈদে বেশকিছু নাটক আসছে আমার। এগুলো হচ্ছে ‘যময-১৫’, ‘পারিবারিক হাজব্যান্ড’, ‘কুহক কাল’ প্রভৃতি।”

ঈদে ফারিয়ার আরও একটি নাটক আসছে। ‘ব্যাচেলর পয়েন্টে’র বিশেষ নাটক ‘ব্যাচেলর রমজান’। ফারিয়া বলেন, “ইতোমধ্যেই ‘ব্যাচেলর পয়েন্টে’ অভিনয়ের কারণে দারুণ সাড়া পেয়েছি। ঈদে আসছে ‘ব্যাচেলর রমজান’। এটা নিয়ে আমি খুবই উচ্ছ্বসিত।”

‘ব্যাচেলর পয়েন্ট’ নাটকটি ফারিয়া শাহরিনের ক্যারিয়ারের একটি অন্যতম কাজ। এখানে তিনি অভিনয় করেছেন ‘অন্তরা’ চরিত্রে। নাটকটিতে অভিনয় করে ভীষণ সাড়া পেয়েছেন তিনি।

Check Also

আবারও ডি এ তায়েবের নায়িকা মাহি

নতুন আরও একটি সিনেমায় কাজ করতে যাচ্ছেন ঢালিউডের জনপ্রিয় নায়িকা মাহিয়া মাহি। সেই সিনেমার নাম …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *