





ভালোবাসা দিবসে প্রচারিত হয়েছে শ্রবণ ও বাক-প্রতিবন্ধী মানুষের যাপিত জীবনের গল্প নিয়ে তৈরি নাটক






‘হৃদ মাঝারে’। মাহমুদ মাহিনের গল্প ও পরিচালনায় নাটকটিতে অভিনয় করেছেন মুশফিক আর ফারহান






ও কেয়া পায়েল। নাটকটি প্রচারের পর তা সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ আলোচিত হয়েছে।






এ বিষয়ে মুশফিক আর ফারহান গণমাধ্যমকে বলেন, ‘আমার জন্য চ্যালেঞ্জিং বিষয় ছিল বাক প্রতিবন্ধী মানুষের চরিত্রে অভিনয় করা। সাইন ল্যাঙ্গুয়েজ আমার জানা নেই। এটা বোঝার জন্য একজন ইন্সট্রাক্টর থাকার কথা ছিল। কিন্তু শেষ পর্যন্ত ছিল না। যখন শ্যুটিং করি প্রতিটি শটের আগে এটা নিয়ে আমাকে অনেক ভাবতে হয়েছে।’
তিনি আরও বলেন, ‘মনের কথাগুলো ভাষায় যেভাবে প্রকাশ করা যায়, সাইন ল্যাঙ্গুয়েজ দিয়ে বোঝানোর বিষয়টি তার চেয়ে কঠিন। তবে শেষ পর্যন্ত চেষ্টা করছি। যারা কথা বলতে পারেন না, তাদের কষ্টটা মন থেকে অনুভব করতে পেরেছি। অনেকেই আমার অভিনয়ের প্রশংসা করছেন দেখে ভালো লাগছে।’
ভালোবাসা দিবসে মুশফিক আর ফারহান অভিনীত অন্য নাটকগুলো হলো, ‘ডিয়ার ভ্যালেন্টাইন’, ‘মনের সাথী’ ও ‘তুমি আসবে বলে’।