





নাটকের পরিচিত মুখ মুশফিক আর ফারহান। গত ঈদুল আজহায় মাবরুর রশিদ বান্নাহ পরিচালিত






‘সুইপার ম্যান’ নাটকে অভিনয় করে দর্শকের হৃদয়ে নাড়া দিয়েছিলেন তিনি।






তার ধারাবাহিকতায় সম্প্রতি তার আরও একটি নাটক প্রশংসিত হচ্ছে দর্শকদের কাছে। নাটকটির নাম






‘পাগল তোর জন্য’। লেগুনা ড্রাইভারদের জীবনের গল্প নিয়ে নাটকটি পরিচালনা করেছেন মাহমুদ মাহিন ।
এতে ফারহানের সঙ্গে পোশাককর্মীর চরিত্রে অভিনয় করেছেন কেয়া পায়েল। নাটকের শেষ দৃশ্য দর্শককে আবেগাপ্লুত করেছে, যা অন্তর্জালে বেশ প্রশংসায় ভাসছে।
এমন একটি চরিত্রে অভিনয়ের প্রস্তুতি প্রসঙ্গে মুশফিক আর ফারহান বলেছেন, ‘কাজটির জন্য একটু বাড়তি কষ্ট করেছি, লেগুনা চালানো শিখতে হয়েছে, শুটিংয়ের আগে কয়েক দিন অনুশীলন করেছি। এ ছাড়া চরিত্রের সঙ্গে নিজেকে মানিয়ে নিতে শুটিংয়ের বাইরেও আমি একা একা বিভিন্ন জায়গায় গিয়েছি, যেখানে লেগুনা ড্রাইভাররা থাকেন।’
ফারহান আরও বলেন, ‘অনেক কষ্ট করে ধৈর্য নিয়ে কাজটি করে দর্শকের রেসপন্স পাচ্ছি। তবে এখন মনে হচ্ছে পরিশ্রম সার্থক। এ ধরনের চরিত্র করতে পেরে আমি সত্যিই দারুণ তৃপ্তি খুঁজে পেয়েছি। দর্শকের ভালোবাসার জন্য কৃতজ্ঞতা।’