





ভারতের দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী সামান্থা রুথ প্রভু। বর্তমানে তিনি সর্বাধিক পারিশ্রমিক






পাওয়া নায়িকাদের মধ্যে অন্যতম। টালিউড, বলিউডের পর হলিউডেও কাজের সুযোগ হয়েছে তার।






নিজের গ্লামার, অভিনয় গুণ ও সৌন্দর্য সব মিলিয়ে ক্যারিয়ারে সোনালি সময় পার করছেন এ নায়িকা।






তবে তার জীবনের গল্পটা আজকের মতো অতোটাও মসৃন ছিল না। এই অভিনেত্রী জীবনের গল্পটা বেশ সংগ্রামের।
একসময় সামান্থাকে হোটেলে কাজ করতে হয়েছে। সেখানেই তিনি প্রথম উপার্জনের স্বাদ পেয়েছিলেন। মাত্র ৫০০ রুপি!
অতীতের সেই ঘটনা তিনি নিজেই প্রকাশ্যে এনেছেন। সম্প্রতি ইনস্টাগ্রাম লাইভ সেশনে অংশ নেন সামান্থা। সেখানে এক ভক্ত তাকে জিজ্ঞেস করেন, সামান্থার প্রথম উপার্জন কত ছিল?
এর উত্তরে সামান্থা জানান, তার প্রথম উপার্জন ছিল মাত্র ৫০০ রুপি। একটি হোটেলে ৮ ঘণ্টা সেবা দেয়ার জন্য ওই পারিশ্রমিক পেয়েছিলেন তিনি।
ওই হোটেলের একটি কনফারেন্সের জন্য ৮ ঘণ্টা সেবা দিয়েছিলেন সামান্থা। তখন তিনি একাদশ বা দ্বাদশ শ্রেণিতে পড়তেন।