Home / মিডিয়া নিউজ / পাহাড়েও সুখ খুঁজে পেলেন না শ্রাবন্তী

পাহাড়েও সুখ খুঁজে পেলেন না শ্রাবন্তী

বিতর্কের সাথে যেন ওপার বাংলার জনপ্রিয় অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের প্রেমের সম্পর্ক চলছে

কারন কেও কাওকে ছাড়তেই চাচ্ছেন না। তৃতীয় স্বামীর সঙ্গে সম্পর্কের ছাড়াছাড়ি নিয়ে গুঞ্জন,

গেল বিধানসভা নির্বাচনে বিজেপিতে যোগ দিয়ে ভোটে ভরাডুবি- একের পর এক আলোচনায় নাম আসছে তার।

এরপর নতুন করে প্রেমে পড়ার গুঞ্জন শোনা যাচ্ছে। এর মধ্যে মহামারী করোনার ভয়াবহতার মধ্যে লকডাউন অমান্য করে পাহাড়ে ঘুরতে যাওয়ার খবর রটে যেতেই কটাক্ষের মুখে পড়লেন অভিনেত্রী।

গেল বুধবার গভীর রাতে শ্রাবন্তী একটি ছবিও শেয়ার করেছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে। তারপর থেকেই সমালোচনার ঝড় উঠেছে নেটদুনিয়ায়। নায়িকার পরনে শর্টস, ট্যাঙ্ক টপ। খোলা চুল। পাহাড়ের কোলে কোনো কটেজের বাইরে তিনি ছবিটি তুলেছেন। সেটি পোস্ট করতেই সমালোচনার মুখে পড়েছেন তিনি।

মহামারীর দ্বিতীয় ঢেউ-এর কারণে লাগামছাড়া এই সংক্রমণের মধ্যে, রাজ্য সরকারের নিয়ম লঙ্ঘন করে তিনি কেন বেড়াতে গেলেন! সাধারণ মানুষের একাংশ উগড়ে দিয়েছেন ক্ষোভ। একজন তারকা এমন পদক্ষেপ নিলে, সাধারণ মানুষের কাছে ভুল বার্তা পৌঁছায় বলেই কটাক্ষ করেছেন তাকে।

Check Also

আবারও ডি এ তায়েবের নায়িকা মাহি

নতুন আরও একটি সিনেমায় কাজ করতে যাচ্ছেন ঢালিউডের জনপ্রিয় নায়িকা মাহিয়া মাহি। সেই সিনেমার নাম …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *