





দেশের জনপ্রিয় চিত্রনায়ক শাকিব খান। রুপালী পর্দার কিং খান হলেন তিনি। তবে এবার আবারও






তাকে দেখা যাবে ছোট পর্দায়। নতুন বছরের শুরুতেই এসএমসি ওরস্যালাইন-এনের বিজ্ঞাপনে






অংশ নিয়েছেন তিনি। এটি নির্মাণ করছেন ‘হাসিনা : আ ডটারস টেল’খ্যাত নির্মাতা পিপলু খান।






এরই মধ্যে বিএফডিসির জসিম ফ্লোরে এর দৃশ্য ধারণ হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন নির্মাতা পিপলু খান। এর আগেও শাকিব ওরস্যালাইনের বিজ্ঞাপন করেছিলেন। সেখানে নিজ ভূমিকায় অভিনয় করেছিলেন তিনি। তবে নতুন বিজ্ঞাপনে একেবারে ভিন্নভাবে উপস্থিত হবেন এই তারকা।
বিজ্ঞাপন প্রসঙ্গে শাকিব খান বলেন, ‘সিনেমায় মানুষ আমাকে যেমন দেখে বিজ্ঞাপনও অনেকটা তেমন। খুব সাধারণ কনসেপ্ট, কিন্তু দেখানো হচ্ছে অসাধারণভাবে।’
শিগগির শাকিব খানের এই এসএমসি ওরস্যালাইন-এনের বিজ্ঞাপনটি দেশের সব টিভি চ্যানেল ও সামাজিক মাধ্যমগুলোতে প্রচারে আসবে।