Home / মিডিয়া নিউজ / ছেলেদের স্বাস্থ্যবান বানিয়ে দিতে পারেন স্বস্তিকা!

ছেলেদের স্বাস্থ্যবান বানিয়ে দিতে পারেন স্বস্তিকা!

মঙ্গলবার (৫ জানুয়ারি) ভারতীয় সংবাদ মাধ্যম আনন্দবাজারের একটি প্রতিবেদনে জানিয়েছে,

অভিনয় ছেড়ে দিয়ে ছেলেদের স্বাস্থ্যের দিকে এবার খেয়াল রাখতে হবে স্বস্তিকা মুখার্জিকে।

তবে এটা কোন বাধ্যবাধকতা না, শুধুমাত্র তাকে কলকাতার ছেলেদের জন্য এই প্রস্তাব দেওয়া হয়েছে।

স্বস্তিকা মুর্খাজিকে ভারতীয় এফএম রেডিও ৯৩.৫ রেড এফএম-এর একটি অনুষ্ঠানে এ প্রস্তাব দেন রেডিও জকি প্রবীণ শেঠিয়া।

অনুষ্ঠানের একটি অংশ স্বস্তিকা তার ইনস্টাগ্রামে শেয়ার করেন। শেয়ার করা সেই ভিডিওতে দেখা যায়, হালকা গোলাপি রঙের শাড়ি ও কালো ব্লাউজ পরে মন দিয়ে কথা শুনছেন স্বস্তিকা। চোখে কাল‌ো রঙের বড় একটি ক্যাট-আই ফ্রেম পড়েছিলেন তিনি।

ক্যামেরার পেছন দিক থেকে শোনা যাচ্ছে রেডিও জকি প্রবীণ শেঠিয়া কণ্ঠস্বর। তিনি বলেন ‘আপনি খুব সহজে ৫০ থেকে ৬০ জন ছেলেকে স্বাস্থ্যবান বানিয়ে দিতে পারেন।’ প্রতিউত্তরে স্বস্তিকা জিজ্ঞাসা করলেন ‘কি ভাবে?’। তখন প্রবীণ বলেন, ‘আপনি যদি রোজ একটু মর্নিংওয়াকে বের হন, তাহলে আপনার পিছনে মোটামুটি ৫০ থেকে ৬০টি ছেলে তো আসবেই দৌড়তে দৌড়তে।’

প্রবীণের কথা শেষ হতে না হতেই হাসিতে ফেটে পড়েন স্বস্তিকা। ভিডিওটি শেষ হয় একটি মিষ্টি ব্যাকগ্রাউন্ড মিউজিকে। হাসতে হাসতে স্লো মোশনে চলতে লাগল অভিনেত্রীর নাচ।

স্বস্তিকা ইনস্টাগ্রামের ক্যাপশনে লেখা, ‘হা হা হা! আরজে প্রবীণের সঙ্গে আরও মজাদার কথাবার্তা আসতে চলেছে। কান রাখুন।’ শেষে নিজের সাজসজ্জার কৃতিত্ব দিলেন নির্দিষ্ট ব্যক্তিদের এবং ধন্যবাদ জানালেন শাড়ি ও কানের দুলের জন্য।

কানের দুলের জন্য।

Check Also

আবারও ডি এ তায়েবের নায়িকা মাহি

নতুন আরও একটি সিনেমায় কাজ করতে যাচ্ছেন ঢালিউডের জনপ্রিয় নায়িকা মাহিয়া মাহি। সেই সিনেমার নাম …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *