





টলিউডে ঠোঁটকাটা অভিনেত্রী হিসেবে পরিচিত স্বস্তিকা মুখার্জি বলেছেন, ‘আই লাভ ডগস মোর দেন হিউম্যান।






মানুষের প্রতি বিশ্বাস হারানোর থেকে কুকুরকে বেশি বিশ্বাস করি। তুমি ভালো ও খারাপ নয়,






সে রকম। আমি জানি না, হয়ত ওদেরকে বেশি ভালোবাসি।’






ওয়েব সিরিজ ‘চরিত্রহীন’ এর তৃতীয় সিজন মুক্তি উপলক্ষে প্রচারে অংশ নিয়েছেন স্বস্তিকা।
সেখানেই এক সাক্ষাৎকারে খোলামেলা এসব কথা বলেছেন এ অভিনেত্রী।
যে ধরনের কাজ এখনো করেননি, যে ধরনের চরিত্র করা হয়নি সেগুলো দ্রুতই করে নিতে চান স্বস্তিকা। আর সময় নষ্ট করতে চান না বলেও সাক্ষাৎকারে জানান এ অভিনেত্রী।
স্বস্তিকা জানান, সম্প্রতি ৪০ বছরে পা দিয়েছেন তিনি। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে নিজের সঙ্গে প্রেম বাড়ছে বলেও জানান এ অভিনেত্রী। তার ভাষায়, নিজেকে একটু ভালোবাসতে চাই। নিজের প্রতি মনোযোগ বাড়াতে চাই। অন্যদের থেকে নিজের সঙ্গে একটু বেশি প্রেম করতে চাই।
বয়স বাড়ার সঙ্গে সঙ্গে বন্ধু কমে যায়- এমন কথা বিশ্বাস করেন না জানিয়ে তিনি বলেন, যারা যাওয়ার তারা যায়। আর যারা থাকার তারা থাকে। স্বস্তিকার জীবনে যারা থাকার তারা ঠিকই আছে।
সম্প্রতি কলকাতায় এক অনুষ্ঠানের মাধ্যমে ওয়েব সিরিজটির আনুষ্ঠানিক মুক্তির তারিখ ২৪ ডিসেম্বর ঘোষণা করা হয়েছে। ওটিটি প্ল্যাটফর্ম হইচইয়ে মুক্তি পাবে ওয়েব সিরিজ ‘চরিত্রহীন-৩’। ওয়েব সিরিজটির পরিচালনায় ছিলেন দেবালয় ভট্টাচার্য।