Home / মিডিয়া নিউজ / সংসদ সদস্য হতে চান জায়েদ খান

সংসদ সদস্য হতে চান জায়েদ খান

চিত্রনায়ক হলেও অভিনয় থেকে সাংগঠনিক কাজ নিয়ে বেশি ব্যস্ত থাকেন জায়েদ খান। পরপর দুইবার

চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছেন তিনি। তৃতীয়বার একই পদে নির্বাচিত হলেও সেটা নিয়ে চলছে আইনি ঝামেলা।

তবে শিল্পী সমিতি পর্যন্ত নিজের স্বপ্নকে সীমাবদ্ধ রাখতে চান না জায়েদ। তার লক্ষ্য সংসদ সদস্য নির্বাচন।

সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত একটি ভিডিওতে এই ইচ্ছার কথা শুনিয়েছেন তিনি।

জায়েদ খান বলেন, ‘ছাত্রলীগের রাজনীতি করেছি আমি। আমাকে আ.লীগের কেন্দ্রীয় সংস্কৃতি উপকমিটির সদস্য নির্বাচিত করা হয়েছে। রাজনীতি করতে খুব পছন্দ করি। মানুষের কল্যাণে কাজ করতে চাই। শিল্পীদের কল্যাণে কাজ করার ফলে অভিজ্ঞতা সঞ্চার হয়েছে। ভবিষ্যতে যদি আমার দলের নেত্রী কিংবা নীতিনির্ধারকরা দেশের কোথাও সংসদ সদস্য পদে নির্বাচনের সুযোগ দেন, তাহলে আমি কাজ করতে চাই।’

নিজেকে আ.লীগের একনিষ্ঠ কর্মী দাবি করে তিনি আরও বলেন, ‘উড়ে এসে জুড়ে বসা লোক আমি না। অনুপ্রবেশকারীও নই। পারিবারিকভাবে আ.লীগের রাজনীতির সঙ্গে জড়িত। ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় নজরুল ইসলাম বাবু ভাইয়ের সঙ্গে রাজনীতি করেছি। রোটন ভাইয়ের সঙ্গে মিছিল-মিটিংয়ে অংশ নিয়েছি। বাবু ভাই এক দিন আমাকে সিনেমায় ট্রাই করার কথা বলেছিলেন। তার কথায় সিনেমায় এসেছি। নায়ক হয়েছি।’

জায়েদ খান জানান, কেবল মানুষের সেবা করার জন্যই সংসদ সদস্য হতে চান। অন্য কোনো উদ্দেশ্য তার নেই। তিনি বলেন, “পকেট ভারী করার জন্য আমি রাজনীতি করতে চাই না। অসদুপায়ে টাকা আয়ের ইচ্ছা নেই। মানুষের কল্যাণে কাজ করতে পছন্দ করি। ‘সাপোর্ট’ নামে একটি সংগঠন আছে আমার। এই সংগঠন থেকে অনেক অসহায় মানুষকে সহায়তা করেছি। অসচ্ছল মানুষকে দোকান করে দিয়েছি। গরীবের কান্না আমাকে খুব স্পর্শ করে। সহ্য করতে পারি না।”

জায়েদ মনে করেন, নতুন প্রজন্ম শিল্পী সমিতির দায়িত্ব নেবেন। শিল্পীদের কল্যাণে কাজ করে যাবেন। তবে সংসদ সদস্য হলেও সিনেমা থেকে দূরে থাকবেন না বলেও জানান এ নায়ক।

Check Also

আবারও ডি এ তায়েবের নায়িকা মাহি

নতুন আরও একটি সিনেমায় কাজ করতে যাচ্ছেন ঢালিউডের জনপ্রিয় নায়িকা মাহিয়া মাহি। সেই সিনেমার নাম …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *