





অভিনয়টা রক্তে মিশে আছে বলেই হয়ত চঞ্চল চৌধুরীর ছেলে শুদ্ধ ক্যামেরা দেখে নিজেকে সামলে রাখতে পারেনি।






বাবার শ্যুটিং দেখতে এসে দাঁড়িয়ে পড়লেন ক্যামেরার সামনে। অভিনয় করলেন ‘সুশীল ফ্যামিলি’






শিরোনামের একটি নাটকে। বৃন্দাবন দাসের রচনায় এটি পরিচালনা করেছেন দীপু হাজরা।






ছেলের প্রথম অভিনয়ে স্বাভাবিকভাবে উচ্ছ্বসিত চঞ্চল চৌধুরী। সামাজিক যোগাযোগমাধ্যমে শ্যুটিংয়ের কয়েকটি স্থিরচিত্র প্রকাশ করেছেন। সেখানে তিনি ক্যাপশনে লিখেছেন, ‘শুদ্ধর প্রথম টিভি ক্যামেরার সামনে দাঁড়ানো! ব্যাপারটা আহামরি কিছু না। গিয়েছিল পূবাইলে এবারের ঈদের নাটকের শ্যুটিং দেখতে। সাথে ওর মা-ও ছিল। আনপ্ল্যান্ড। ইম্প্রোভাইজড ছোট ছোট চার-পাঁচ ডায়লগের ছোট্ট একটা সিকোয়েন্স। কো আর্টিস্ট দিব্য-সৌম্য।’
তিনি জানালেন, অভিনয়ের প্রতি শুদ্ধর আগ্রহ আছে। তবে পাকাপাকি অভিনয়ে নাম লেখানোর আগে তার অভিনয় শেখার দিকে জোর দিলেন। চঞ্চল বলেন, ‘শুদ্ধর যথেষ্ট ইচ্ছা আছে অভিনয়ের। শুধু ইচ্ছায় তো আর কাজ হবে না। আগে তো শ্যুটিং দেখতে হবে, তারপর অভিনয়টা শিখতে হবে। তারপর তো অভিনয়। চঞ্চল চৌধুরীর ছেলে বলেই যে ক্যামেরার সামনে দাঁড়িয়ে খুব সহজে অভিনেতা হয়ে যাবে, ব্যাপারটা এরকম নয়। তবে ওর দেখাটা শুরু হলো। এই আর কি।’
শুদ্ধর বয়স এখন ১২ বছর। সবেমাত্র ষষ্ঠ শ্রেণির ছাত্র। এই বয়সে অভিনয়ের প্রতি তার এমন আগ্রহ দেখে বলা যায়, বাবার দেখানো পথেই হাঁটতে চলেছে সে।
এই নাটকে আরও অভিনয় করেছেন নাট্যাঙ্গনের জনপ্রিয় দম্পতি শাহনাজ খুশি ও বৃন্দাবন দাসের দুই ছেলে সৌম্য ও দিব্য। তারাও ছোটবেলা থেকে অভিনয় করছেন।
জানা গেছে, গাজী টিভির ঈদ অনুষ্ঠানমালায় ‘সুশীল ফ্যামিলি’ নাটকটি প্রচারিত হবে। পরে ইউটিউবেও দেখা যাবে। সুতরাং চঞ্চল পুত্রের অভিনয় দেখতে খুব বেশি দিন অপেক্ষা করতে হবে না।