Home / মিডিয়া নিউজ / ছেলেকে নিয়ে আবারো বিয়ে করলেন পূজা

ছেলেকে নিয়ে আবারো বিয়ে করলেন পূজা

তৃতীয়বার বিয়ের আসরে বসলেন পূজা ব্যানার্জি। তবে সেই পুরোনো বর কুণাল ভার্মা।

তবে মজার বিষয় হলো সাথে ছিলেন তাদের এ বছর বয়সের ছেলে কৃশিব।

এর আগে, ক্যারিয়ার শুরু করার আগে প্রথম বিয়ে করেন নায়িকা। সে সংসারে থাকতেই কুণালের সঙ্গে প্রেম তার।

তারপর লিভ টুগেদার। সেখানে গর্ভবতী হলে আইনি প্রক্রিয়ায় বিয়ে করেন পূজা-কুণাল। সেটি ছিলো পূজার দ্বিতীয় বিয়ে। আবারও একই বরকে বিয়ে করলেন পূজা। এদিন পূজার পরনে ছিলো গোলাপি শাড়ি, গলায় গোলাপ ফুলের মালা। কুণালের পাঞ্জাবিতেও গোলাপি রং। একই রঙে রেঙে উঠলেন কুণাল ও পূজা।

পূজার ছেলে কৃশিবের বয়স এক বছর এক মাস। ছেলেকে কোলে নিয়েই স্বামী কুণালের সঙ্গে আনুষ্ঠানিক বিয়ে সেরে ফেরলেন পূজা। ছেলেকে পাশে নিয়ে এভাবে বিয়ে করাও যে যায়, তাই প্রমাণ করলেন বাঙালি কন্যা। তাই তো কনের সাজে বিয়ের মণ্ডপেও পূজার পাশে দেখা মিলল ছোট্ট কৃশিবের। সাদা পাঞ্জাবি আর ধুতিতে সে সেজেছিল বাবা-মার বিয়েতে।

বিয়ের বেশ কিছু ছবি ইনস্টাগ্রামে শেয়ার করেছেন পূজা। একটি অন্তরঙ্গ ছবিও ছিলেন ক্যাপশনে লিখেছেন, ফের নব দম্পতি। এই একই ছবি শেয়ার করে কুণাল লিখলেন, ‘তুমিই আমার রানি’।

Check Also

আবারও ডি এ তায়েবের নায়িকা মাহি

নতুন আরও একটি সিনেমায় কাজ করতে যাচ্ছেন ঢালিউডের জনপ্রিয় নায়িকা মাহিয়া মাহি। সেই সিনেমার নাম …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *