





নতুন সিনেমায় চুক্তিবদ্ধ হলেন জাকিয়া বারি মম। তৌকির আহমেদের পরিচালনায় এবার দেখা যাবে তাকে।






এর আগে ‘দারুচিনি দ্বীপ’ সিনেমায় তৌকিরের পরিচালনায় দেখা গেছে মমকে। সেই হিসেবে এক যুগ পর তাদের একসঙ্গে কাজ।






নতুন এই সিনেমার নাম এখনো চূড়ান্ত হয়নি। নির্মাতা জানান, সিনেমার সবকিছু ঠিক হলেও নাম প্রকাশে সময় লাগবে।






সিনেমার একটি অনুষ্ঠানে মাধ্যমে নাম ঘোষণা করা হবে। এই সিনেমায় মূল নায়িকা পরিমনী। গল্পের প্রয়োজনে দেখা যাবে মমকে।
ছোটপর্দায় এখন ব্যস্ত মম। বড়পর্দায় তার উপস্থিতি মাঝে মাঝে। তার অভিনীত ‘ছুঁয়ে দিলে মন’ সিনেমা ব্যাপক সফলতা পায়। এরপর সবার ধারণা ছিল এবার হয়তো সিনেমায় নিয়মিত হবে মম। কিন্তু সেপথে হাঁটলেন না তিনি। আবারো ছোটপর্দার নিয়মিত মুখ তিনি।
তবে এরপর কয়েকটি সিনেমায় দেখা গেছে মমকে। সিনেমাগুলো ‘আলতাবানু’, ‘দহন’, ও ‘স্বপ্নের ঘর’। কিন্তু এগুলো দিয়ে আলোচনায় আসেননি তিনি। এবার বিরতি শেষে আবারো সিনেমায় চুক্তিবদ্ধ হলেন মম।
প্রসঙ্গত, ২০০৬ সালে লাক্স চ্যানেল আই সুপারস্টার প্রতিযোগীতা দিয়ে জাকিয়া বারি মমর শোবিজে পদচারনা শুরু। এরপর সুযোগ আসে ‘দারুচিনি দ্বীপ’ সিনেমা অভিনয়ের। আর প্রথম সিনেমা দিয়েই পান শ্রেষ্ঠ অভিনেতা হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার।