Home / মিডিয়া নিউজ / ধর্মকর্ম নিয়ে ব্যস্ত চম্পা

ধর্মকর্ম নিয়ে ব্যস্ত চম্পা

ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেত্রী গুলশান আরা আক্তার চম্পা। একসময় নিয়মিত নতুন নতুন সিনেমায় দেখা যেত তাকে।

তার অভিনীত হিট সিনেমাও কম নয়। সর্বশেষ গত বছরের ডিসেম্বরে মুক্তি পায় চম্পা অভিনীত ‘বিশ্বসুন্দরী’।

চয়নিকা চৌধুরী পরিচালিত সেই সিনেমাতেও চম্পার অভিনয় বেশ প্রশংসিত হয়।

তবে করোনার কারণে এই মুহূর্তে কোনো কাজ করছেন না চম্পা। দাঁড়াচ্ছেন না লাইট, ক্যামেরা-অ্যাকশনের সামনে। আপাতত পরিবার ও ধর্মকর্ম নিয়েই ব্যস্ত গুণী এই অভিনেত্রী।

চম্পা বলেন, ‘করোনার কারণে এখন বাসাতেই সময় কাটাচ্ছি। নতুন কোনো কাজ করছি না। ধর্মকর্ম আর ইবাদত-বন্দেগি করছি, বাসার বিভিন্ন কাজ করছি। মোবাইলে আত্মীয়-স্বজনদের সঙ্গে কথা বলি, সবার খোঁজ-খবর নিই। এভাবেই সময় কেটে যাচ্ছে।’

আশির দশকের মাঝামাঝি থেকে নব্বই দশকের প্রথমার্ধ পর্যন্ত বাণিজ্যিক সিনেমার এক নাম্বর নায়িকা ছিলেন চম্পা। সামাজিক, অ্যাকশন, ফোক-সব ধরনের সিনেমাতেই দারুণ সফল ছিলেন তিনি।

গৌতম ঘোষের ‘পদ্মা নদীর মাঝি’, শাহজাহান চৌধুরীর ‘উত্তরের খেপ’ ও শেখ নেয়ামত আলীর ‘অন্যজীবন’ সিনেমার জন্য সেরা অভিনেত্রী হিসেবে এ পর্যন্ত তিনবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন চম্পা। সেরা পার্শ্ব অভিনেত্রী হিসেবে চাষী নজরুলের ‘শাস্তি’ এবং মুরাদ পারভেজের ‘চন্দ্রগ্রহণ’ চলচ্চিত্রের জন্য দুইবার পেয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার।

উল্লেখ্য, ১৯৮৬ সালে প্রয়াত শিবলী সাদিকের ‘তিন কন্যা’র মাধ্যমে সিনেমায় অভিষেক চম্পার। তারে আগে ১৯৮১ সালে প্রয়াত আব্দুল্লাহ আল মামুনের ‘ডুবসাঁতার’ নাটকের মাধ্যমে অভিনয়ে পথচলা শুরু তার।

Check Also

আবারও ডি এ তায়েবের নায়িকা মাহি

নতুন আরও একটি সিনেমায় কাজ করতে যাচ্ছেন ঢালিউডের জনপ্রিয় নায়িকা মাহিয়া মাহি। সেই সিনেমার নাম …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *