Home / মিডিয়া নিউজ / আমাদের সঙ্গে খেলতে এখন সবাই ভয় পায়: সিয়াম আহমেদ

আমাদের সঙ্গে খেলতে এখন সবাই ভয় পায়: সিয়াম আহমেদ

প্রথমবারের মতো ক্রিকেটের পরাশক্তি অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টোয়েন্টি ম্যাচ জয়ের স্বাদ পেয়েছে বাংলাদেশ।

টাইগারদের এমন অবস্মরণীয় বিজয়ে উচ্ছ্বাসের বন্যা বইছে চারিদিকে। সামাজিক মাধ্যম থেকে শুরু করে সবখানে চলছে দলের প্রশংসা।

আজ সন্ধ্যা ৬টায় মিরপুরে পাঁচ ম্যাচ সিরিজের দ্বিতীয় ম্যাচে অজিদের মোকাবিলা করবে মাহমুদউল্লাহর দল।

প্রথম ম্যাচে ১৩১ রানের পুঁজি নিয়েও ২৩ রানের অসাধারণ জয়ে সাকিব-মুস্তাফিজদের আত্মবিশ্বাস এখন তুঙ্গে। আজকের ম্যাচেও লাল-সবুজের প্রতিনিধিদের বিজয় কামনা করছেন ১৮ কোটি মানুষ!

বাংলাদেশ ক্রিকেট দলের একনিষ্ঠ সমর্থক, জনপ্রিয় অভিনেতা সিয়াম আহমেদও স্বপ্ন দেখছেন এই ম্যাচ এবং সিরিজ নিয়ে। ঢাকা পোস্টের সঙ্গে আলাপকালে নিজের অনুভূতিও ভাগ করে নেন এই তারকা।

সিয়াম বলেন, ‘গত কয়েক বছরে বাংলাদেশ ক্রিকেট দল নিজেদেরকে অন্য রকম এক উচ্চতায় নিয়ে গেছে। বিশ্বের বড় বড় দলগুলোকেও এখন আমরা হারাচ্ছি। ফলে আমাদের সঙ্গে খেলতে এখন সবাই ভয় পায়। ওয়ানডের চেয়ে এতদিন আমরা টি-টোয়েন্টিতি পিছিয়ে ছিলাম। এখন সেই জায়গাতেও উন্নতি হচ্ছে। তার প্রমাণ প্রথমবারের মতো এই ফরম্যাটে অস্ট্রেলিয়ার মতো শক্তিধর দলকে হারানো।’

সিয়াম আরও যোগ করেন, ‘এই সিরিজের আমাদের কয়েকজন সিনিয়র ক্রিকেটার খেলতে পারছেন না। যা নতুনদের জন্য অনেক বড় একটা সুযোগ। এটা কিন্তু খুবই ইন্টারেন্টিং। কারণ এখান থেকে যদি দুই-তিন নতুন ক্রিকেটারও বেরিয়ে আসেন, নিজেদের চেনাতে পারেন ভবিষ্যতে তারাই খেলবেন। সামনের সিরিজগুলো এবং টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য যা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।’

সিয়াম বলেন, ‘বাংলাদেশ টিমের জন্য আমার সবসময়ই শুভেচ্ছা শুভকামনা থাকে। আশাকরি অস্ট্রেরিয়ার সঙ্গে আজও চমক দেখাবে বাংলাদেশ। এই সিরিজটি জিতে নতুন একটা ইতিহাস গড়বে বলেও স্বপ্ন দেখি। বদলে যাওয়া আরেকটা বাংলাদেশকে দেখার জন্য আমরা অপেক্ষা করছি।’

Check Also

আবারও ডি এ তায়েবের নায়িকা মাহি

নতুন আরও একটি সিনেমায় কাজ করতে যাচ্ছেন ঢালিউডের জনপ্রিয় নায়িকা মাহিয়া মাহি। সেই সিনেমার নাম …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *