





আগামীকাল (৮ মার্চ) আন্তর্জাতিক নারী দিবস। দিনটিকে লক্ষ্য করে বিশেষ ওভিসি তৈরি করেছেন






নির্মাতা আবু রায়হান জুয়েল। যাতে অভিনয় করেছেন ঢাকাই সিনেমার বর্তমান প্রজন্মের দুই নায়িকা রাজ রিপা ও ফারিন খান।






এতে নারী ক্রিকেটার চরিত্রে অভিনয় করেছেন রাজ রিপা, আর পর্বতারোহী হিসেবে দেখা যাবে ফারিন খানকে।






নির্মাতা আবু রায়হান জুয়েল বলেন, ‘বিজ্ঞাপনটি নির্মিত হয়েছে আরএফএল গ্যাস স্টোভের সৌজন্য। যেখানে আমরা দুজন নারীর চ্যালেঞ্জিং চরিত্র দেখাতে চেয়েছি। চরিত্র দুটি চমৎকারভাবে ফুটিয়ে তুলেছেন রাজ রিপা ও ফারিন।’
তিনি আরও জানান, কাজটি করতে গিয়ে চোট পেয়ে আহত হয়েছেন ফারিন খান।
ওভিসিটির ট্রেলার এরই মধ্যে উন্মুক্ত করা হয়েছে। আজ (৭ মার্চ) দিবাগত রাত ১২টা ১ মিনিট থেকে পুরো ভিডিওটি সামাজিক মাধ্যমগুলোতে দেখা যাবে।
উল্লেখ্য, আবু রায়হান জুয়েল পরিচালিত প্রথম সিনেমা ‘অ্যাডভেঞ্চার অব সুন্দরবন’। সরকারি অনুদানের সিনেমাটি তৈরি হয়েছে ড. মুহম্মদ জাফর ইকবালের উপন্যাস অবলম্বনে। এতে অভিনয় করেছেন সিয়াম ও পরীমণি। আরও আছে একঝাঁক শিশুশিল্পী। চলতি বছরই সিনেমা মুক্তি পাওয়ার কথা রয়েছে।