Home / মিডিয়া নিউজ / বিয়েতে খাবার পরিবেশন করলেন ঐশ্বরিয়া!

বিয়েতে খাবার পরিবেশন করলেন ঐশ্বরিয়া!

বিনোদন ডেস্ক : ধরুন আপনি কোনও এক বিয়ের অনুষ্ঠানে নিমন্ত্রিত। ডিনার করতে বসেছেন। আর

আপনাকে খাবার সার্ভ করছেন অমিতাভ বচ্চন। কখনও বা শাহরুখ খান, আমির খান। এই তালিকায় রয়েছেন ঐশ্বরিয়া রায় বচ্চনও!

শুনে অবাক হচ্ছেন হয়তো। কিন্তু মুকেশ অম্বানী মেয়ের বিয়েতে ঠিক এমন ব্যবস্থাই করেছিলেন। ঈশা অম্বানী, আনন্দ পিরামলের বিয়ের প্রীতি ভোজে আমন্ত্রিতরা এই আপ্যায়ণই পেয়েছেন। অতিথিদের খাবার বেড়ে দিচ্ছেন বলি সেলেবরা। সেই ভিডিয়ো ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়।

সব্যসাচীর ডিজাইনার শাড়িতে সেজে খাবার পরিবেশনের সময় মেয়ে আরাধ্যাকে নিয়ে নজর কেড়েছিলেন ঐশ্বর্যাও। রূপোর বাটিতে খাবার বেড়ে দিচ্ছেন আমির খান, এমন ভিডিয়োও ছড়িয়েছে ওয়েব দুনিয়ায়।

প্রথমে নাচ-গানের পারফরম্যান্স। তার পর খাবার বেড়ে দেওয়া। যে ভাবে গোটা বলিউড ঈশার বিয়েতে জড়িয়ে ছিলেন, তাতে জাঁকজমকের দিক থেকে মুকেশ কন্যার বিয়েকেই ২০১৮-র সেরা তকমা দিতে চান অনেকেই।

তথ্যসূত্র: আনন্দবাজার

Check Also

আবারও ডি এ তায়েবের নায়িকা মাহি

নতুন আরও একটি সিনেমায় কাজ করতে যাচ্ছেন ঢালিউডের জনপ্রিয় নায়িকা মাহিয়া মাহি। সেই সিনেমার নাম …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *